Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হেরে গিয়ে দলের অনেকেই অনভিপ্রেত মন্তব্য করছেন’

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৪ ২২:০৭

চট্টগ্রাম ব্যুরো: আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত অনেকেই নির্বাচনে পরাজিত হয়ে অনেক অনভিপ্রেত মন্তব্য করছেন বলে অভিযোগ করছেন দলটির নগর কমিটির সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

বঙ্গবন্ধুর ৫২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বুধবার (১০ জানুয়ারি) বিকেলে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে নগর আওয়ামী লীগের আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি।

আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘নির্বাচন বানচাল করার শত অপচেষ্টা ছিল। এরপরও এ নির্বাচনকে অংশগ্রহণমূলক করার জন্য দলীয় প্রতীকের বাইরেও দলের মধ্যে যারা নির্বাচন করতে চান, তাদের প্রতিদ্বন্দ্বিতা উন্মুক্ত করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এক্ষেত্রে কারও পক্ষে-বিপক্ষে অবস্থান নেওয়ার ব্যাপারে দলীয় নেতাকর্মীদের ওপর কোনো বাধ্যবাধকতা ছিল না।’

তিনি ‘কিন্তু বিস্ময়ের ব্যাপার হচ্ছে, নির্বাচনের ফলাফল যা-ই হোক না কেন অনেক প্রার্থী নানা ধরনের অনভিপ্রেত মন্তব্য করে চলেছেন। এদের মধ্যে আওয়ামী লীগের অনেক নেতাও আছেন, যারা স্বতন্ত্র কিংবা দলীয় প্রতীকে নির্বাচন করে পরাজিত হয়েছেন। দলের মধ্যে কিছু সুযোগ-সন্ধানী ব্যক্তি থাকেই। দলের নিয়মিত কর্মকাণ্ডে তারা মাঠে না থাকলেও সুযোগ বুঝে ফায়দা লোটার জন্য বিভিন্ন ছলচাতুরি করে থাকেন। কেউ কেউ এখনও তার করে চলেছেন।’

নাছির আরও বলেন, ‘এখন নির্বাচন শেষ। নির্বাচনি মাঠে শেখ হাসিনার কৌশল ও অবস্থান বিজয়ী হয়েছে। বিজয়ী শক্তি হিসেবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।’

নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন, সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, খোরশেদ আলম সুজন, যুগ্ম-সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/পিটিএম

অনভিপ্রেত দল নাছির

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর