Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন বাতিলের দাবিতে বিএনপিপন্থী আইনজীবীদের সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৪ ১৯:২৮

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ডামি নির্বাচন উল্লেখ করে তা বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে মিছিল সমাবেশ করেছেন বিএনপিপন্থী ও সমমনা বিভিন্ন দলের আইনজীবীরা।

বুধবার (১০ জানুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (বার) ভবনের সামনে ইউনাইটেড ল’ইয়ার্স ফন্টের ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘এই সংসদ রাজনৈতিক বিবেচনায় অবৈধ সংসদ। ১৯৭৩ সালে সংসদে বিরোধী দল ছিল না। এবারও বিরোধী দল নেই। এটা দ্বিতীয় বাকশাল। এই ফ্যাসিবাদী সরকারকে বিতাড়িত করতে আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আন্দোলন করব।’

সমাবেশে সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে না ফেরার শপথ নেন কয়েকশ আইনজীবী। তারা নির্বাচন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়া যাওয়ার শপথ নেন। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন বলেন, ‘আইনজীবীরা যে শপথ নিয়েছেন, এই শপথ বিফলে যাবে না। সুপ্রিম কোর্টের আইনজীবীরা যখন আন্দোলনে নেমেছে তাদের আন্দোলন বিফলে যাবে না। সারাদেশের মানুষ আন্দোলনে আসবে। সেই আন্দোলনে এই সরকারের পতন হবে।’

ইউরাইটেড ল’ইয়ার্স ফন্টের কো-কনভেনর সুব্রত চৌধুরী বলেন, ‘আপনি যে আগুন জালিয়েছেন, সেই আগুনে আওয়ামী লীগ দগ্ধ হবে। আপনি নিজেও দগ্ধ হবেন। আপনার এই ক্ষমতা এক মাসও টিকবে না। জনগণ যে আপনাকে চায় না সেটা আপনি নিজেই প্রমাণ করেছেন।’

সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘এই নির্বাচন জনগণ মেনে নেবে না। জনগণের ভোটাধিকার ফিরে না আসা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’

বিজ্ঞাপন

ইউনাইটেড লইয়ার্ ফ্রন্টের (ইউএলএফ) সমন্বয় সৈয়দ মামুন মাহবুব বলেন, ‘জনতার বিস্ফোরণে এই ডামি সরকারের পতন হবে। প্রধানমন্ত্রী জনতার কাছে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হবে।’

সমাবেশে আরও বক্তব্য দেন— ইউএলএফের সুপ্রিম কোর্ট ইউনিটের কনভেনর আইনজীবী শাহ আহমেদ বাদল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, কে এম জাবির, মোহাম্মদ আলী, এ কে এম রেজাউল করিম খন্দকার, নাসরিন আক্তার ও নূরে এরশাদ সিদ্দিকী প্রমুখ।

এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আবদুল জব্বার ভুঁইয়া, আইনজীবী গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, সুপ্রিম কোর্টে বারের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোরশেদ আল মামুন লিটন, ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, মো. আক্তারুজ্জামান, ড. গোলাম রহমান ভুঁইয়া, সুপ্রিম কোর্ট বারের সাবেক ট্রেজারার মো. কামাল হোসেন, আইনজীবী রেজাউল করীম রেজা, শরীফ ইউ আহমেদ, আবদুল্লাহ আল মাহবুব, গাজী তৌহিদুল ইসলাম, জহিরুল ইসলাম সুমন, শহীদুল ইসলাম সপু, মাহবুবুর রহমান খান, মো. পারভেজ হোসেন, ফাতেমা আক্তার, মো. মাকসুদ উল্লাহ, মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জল, একেএম এহসানুর রহমান, মু. কাইয়ুম, জামিউল হক ফয়সাল ও গোলাম মোক্তাদির উজ্জলসহ কয়েকশ আইনজীবী উপস্থিত ছিলেন।

সারাবাংলা/কেআইএফ/এনএস

বিএনপিপন্থী আইনজীবী

বিজ্ঞাপন

‘মানুষ অবদান মনে রাখে না’
২২ জানুয়ারি ২০২৫ ১৬:২৬

আরো

সম্পর্কিত খবর