‘সন্ত্রাসের হাত থেকে বাঁচতেই জনগণ আমাকে ভোট দিয়েছে’
১০ জানুয়ারি ২০২৪ ১৮:৩৫ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৪ ০৯:৪৬
জাতীয় সংসদ ভবন থেকে: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য শামীম নেওয়াজ বলেছেন, গত ২৫ বছর মঠবাড়ীয়া নিরাপদ ছিল না। সেখানে সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি হয়েছিল। জনগণকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হতো। জনগণ এসব ভেবেই আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে।
পিরোজপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী রুস্তুম আলীকে পরাজিত করে আরেক স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন শামীম নেওয়াজ। বুধবার (১০ জানুয়ারি) সংসদ ভবনে শপথ গ্রহণের পর দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
চারবারের সংসদ সদস্য রুস্তুম আলীকে হারিয়ে শামীম নেওয়াজ আরও বলেন, আমি মঠবাড়ীয়াবাসীর প্রতি কৃতজ্ঞ। সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করে জনগণের জন্য স্মার্ট উপজেলায় রূপান্তরিত করব। দেশের মধ্যে মঠবাড়ীয়া হবে সেরা উপজেলা।
শেখ হাসিনাকে অভিভাবক দাবি করে তিনি বলেন, ‘সংসদে আমি জাতির কল্যাণে কথা বলব। মুক্তিযুদ্ধের চেতনাকে আরও জাগ্রত করার চেষ্টা করব।’
সারাবাংলা/এএইচএইচ/পিটিএম