Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯ মামলায় জামিন পেলেন মির্জা ফখরুল

স্টাফ করেসপেন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৪ ১৭:৩৮

ঢাকা: রাজধানীর রমনা ও পল্টন থানায় নাশকতার পৃথক ৯টি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দিয়েছেন আদালত।

বুধবার (১০ জানুয়ারি) বিকেলে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত এ আদেশ দেন। মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এ তথ্য নিশ্চিত করেন।

এদিন দুপুরে মির্জা ফখরুলের পক্ষে তার আইনজীবী আসাদুজ্জামান, মহসিন মিয়া, সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ, ওরম ফারুক ফারুকীসহ আরও অনেকেই জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এই জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৯ মামলায় মির্জা ফখরুলের জামিনের আদেশ দেন।

তবে এখনও দুই মামলায় গ্রেফতার রয়েছেন মির্জা ফখরুল। মুক্তি পেতে তাকে ওই দুই মামলায় জামিন পেতে হবে বলে জানান তার আইনজীবীরা।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। এরপর তারা জামিন চেয়ে শুনানি করেন। তারা অধিকতর জামিন শুনানি করার আবেদন করেন। আদালত জামিন শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন।

গত ১৩ ডিসেম্বর মির্জা ফখরুলের ৯ মামলায় জামিন চেয়ে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আবেদন করেন তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। পুলিশ তাকে এ মামলায় গ্রেফতার না দেখানোয় আদালত তার শুনানি গ্রহণ করেননি। এরপর তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হন। হাইকোর্ট আইন অনুযায়ী জামিন শুনানি গ্রহণের নির্দেশ দেন।

গত ২৯ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে মির্জা ফখরুলের গুলশানের নিজ বাসা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। ওইদিনই তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএসকে/আইই

টপ নিউজ মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর