Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামিন পেলেও মুক্তি পাচ্ছেন না আমানউল্লাহ আমান

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৪ ১৬:৫৬

আদালতে আমান উল্লাহ আমান, ছবি: সারাবাংলা

ঢাকা: কেরানীগঞ্জ মডেল থানার বিস্ফোরক দ্রব্য আইনের এক মামলায় জামিন পেয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। তবে আরও একটি মামলা থেকে জামিন না পওয়া পর্যন্ত জেল থেকে মুক্তি পাচ্ছেন না তিনি।

বুধবার (১০ জানুয়ারি) ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শফিকুল ইসলাম শুনানি শেষে তার জামিনের আদেশ দেন। আমানইল্লাহ আমানের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম বলেন, এর আগে এই মামলায় তিনি জামিনে ছিলেন। কারাগারে থাকা অবস্থায় তার জামিন বাতিল হয়। আজকে আমরা তার জামিনের আবেদন করি। আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুরের আদেশ দেন।

তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত আমানউল্লাহ আমানের বিরুদ্ধে ২০০টির অধিক মামলা রয়েছে। একটি বাদে সবগুলো মামলায় জামিনে আছেন তিনি। দুর্নীতির ওই মামলায় আগামী ১৪ জানুয়ারি আপিল বিভাগে জামিন শুনানির জন্য রয়েছে। ওই দিন তিনি জামিন পাবেন বলে আশা করছি। এরপর তিনি কারামুক্ত হবেন।’

গত বছর ১০ সেপ্টেম্বর আমানউল্লাহ আমান ঢাকার বিশেষ জজ আদালত-১ এ আদালতে উচ্চ আদালতের নির্দেশে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

সারাবাংলা/এএসকে/এনএস

আমানউল্লাহ আমান বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর