Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৪ ১৫:৫৬

ফাইল ছবি

নওগাঁ: দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয়। আজ সকালে নওগাঁর বদলগাছীতে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা মঙ্গলবার (৯ জানুয়ারি) রেকর্ড করা হয়েছিল ১২ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস।

বুধবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইট থেকে এই তথ্য জানা যায়।

এদিকে ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস বয়ে যাওয়ায় জেলায় তীব্র শীত অনুভূত হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও বিকেল থেকে হিমেল হাওয়া ও সকাল-সন্ধ্যা কুয়াশা থাকায় শীত অনুভূত হচ্ছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন-আয়ের মানুষ। কয়েক দিন ধরে সকাল ৮টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে রাস্তাঘাটে হেডলাইট জ্বালিয়ে যান চলাচল করতে দেখা গেছে।

বদলগাছি আবহাওয়া অধিদফতরের উচ্চপর্যবেক্ষক হামিদুল হক বলেন, ‘ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস বয়ে যাওয়ায় কয়েক দিন ধরেই তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করেছে। সর্বোচ্চ-সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে।’

সারাবাংলা/ইআ

নওগাঁ সর্বনিম্ন তাপমাত্রা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর