নেত্রী যেভাবে নির্দেশ দেবেন, সেভাবেই কাজ করব: এ কে আজাদ
১০ জানুয়ারি ২০২৪ ১৫:০৬ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৪ ১৭:৫১
ঢাকা: ফরিদপুর-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এ কে আজাদ বলেছেন, স্বতন্ত্র হিসেবে সংসদ সদস্য হলেও আমরা সবাই পার্টির সদস্য। এখন নেত্রী যেভাবে আমাদের নির্দেশ দেবেন, আমরা সেভাবেই কাজ করব।
ফরিদপুর-৩ আসনে নৌকার প্রার্থী শামীম হককে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এ কে আজাদ। বুধবার (১০ জানুয়ারি) সংসদ ভবনে শপথ গ্রহণের পর দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। বিভিন্ন প্রতিকূলতা থাকলেও সেগুলো জয় করেই আমরা বিজয়ী হয়েছি। আমরা সবাই সংসদেও যথাযথ ভূমিকা পালন করব।
স্বতন্ত্রদের জোট বেঁধে বিরাধী দল গঠন প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আওয়ামী লীগের সংসদীয় কমিটির সভা হয়েছে। এরপর নেত্রী নিশ্চয় আমাদের সঙ্গেও বসবেন। জাতীয় পার্টিও আছে। আর আমরা তো কেউ আলাদা কোনো ব্যক্তি নই। আমরা সবাই পার্টির বিভিন্ন দায়িত্বে আছি। নেত্রী আহ্বান করেছিলেন যে দলের কেউ স্বতন্ত্র প্রার্থী হলে কোনো আপত্তি থাকবে না। আমরা সেই আহ্বানে সাড়া দিয়ে নির্বাচন করেছি।
তিনি বলেন, আমরা আওয়ামী লীগের বিভিন্ন পদে আছি। আগামী দিনগুলোতে আমরা দায়িত্ব কীভাবে পালন করব, সে বিষয়েও আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নেবেন। উনার সিদ্ধান্তের ওপর ভিত্তি করে আমরা নিজেরা বসে আলোচনা করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করব।
সারাদেশে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে জানিয়ে এ কে আজাদ বলেন, আমার বিশ্বাস, এই নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হিসেবে স্বীকৃতি পাবে।
আরও পড়ুন
- সংসদ সদস্য হওয়া অসাধারণ অভিজ্ঞতা: ফেরদৌস
- নতুন সংসদেও শক্ত ভূমিকায় থাকবে জাপা: জিএম কাদের
- নেত্রী নির্দেশ দিলে স্বতন্ত্ররা মিলে জোট করব: রেজাউল হক চৌধুরী
- মুক্তিযুদ্ধের চেতনায় দেশ ও জাতির কল্যাণে কথা বলব: সৈয়দ ইবরাহিম
সারাবাংলা/আরএফ/আইই