Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মানুষ পাতানো নির্বাচন প্রত্যাখ্যান করেছে’

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৪ ২১:৪৭

চট্টগ্রাম ব্যুরো: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের মানুষ প্রত্যাখান করেছে বলে জানিয়েছেন চট্টগ্রামের বামজোটের নেতারা।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে নগরীর পুরাতন রেল স্টেশন চত্বরে এক বিক্ষোভ সমাবেশে তারা এ কথা জানান।

ভোটের দিন দেশের বেশির ভাগ কেন্দ্র ফাঁকা ছিল উল্লেখ করে নেতারা বলেন, গত ৭ জানুয়ারি আওয়ামী লীগ সরকারের পরিচালনায় নির্বাচন নামক এক নাটকের মঞ্চায়ন দেখেছি আমরা। ভোটের দিন দেশের বেশির ভাগ কেন্দ্র ছিল ফাঁকা। কেন্দ্রের সামনে ও ভেতরে আওয়ামী লীগের কর্মীরা ছাড়া ভোটার উপস্থিতি ছিল খুবই নগণ্য।

নেতারা বলেন, অথচ নির্বাচন কমিশন বলেছে, দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত সারা দেশে ভোট পড়েছে মাত্র সাড়ে ১৮ শতাংশ এবং বেলা ৩টা পর্যন্ত ভোট পড়ে ২৬ দশমিক ৬৭ শতাংশ। ভোট শেষ হয় বিকেল চারটায়। সাত ঘণ্টায় যেখানে ভোট পড়ে মাত্র ২৭ শতাংশের কাছাকাছি, অথচ এক ঘণ্টা পর ৪০ শতাংশ ভোট পড়েছে বলে ঘোষণা করা হয়েছে।

নেতারা আরও বলেন, বাস্তবতা এই যে, সাধারণ মানুষ তো বটেই আওয়ামী লীগের সমর্থকরাই এ পাতানো নির্বাচনে ভোট দিতে আসেনি। মানুষ প্রত্যাখ্যান করেছে এ পাতানো নির্বাচন। নির্বাচন নামক এ নাটকে সরকারি দলের প্রার্থীদের জেতাতে যা যা করা দরকার, সবই করা হয়েছে।

তারা বলেন, আমরা গণমাধ্যম মাফরত দেখেছি, শিশুদের দিয়ে ভোট দেওয়ানো হয়েছে। সরকারের মন্ত্রীর প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মারা, জাল ভোট প্রদান, ‘ডামি বিরোধী’ প্রার্থীদের পোলিং এজেন্ট না থাকা, এমন কি নিজ দলীয় বিরোধী ডামি প্রার্থীদের সঙ্গে সরকারি প্রার্থীদের সংঘর্ষ, হত্যা প্রভৃতি ঘটনা ঘটেছে। আমরা এ পাতানো নির্বাচন বাতিল চাই ও তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবি জানাই।

বিজ্ঞাপন

বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) চট্টগ্রাম জেলার ইনচার্জ আল কাদেরী জয়ের সভাপতিত্বে ও সদস্য আহমদ জসীমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সদস্য মৃণাল চৌধুরী, চট্টগ্রাম জেলার সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভুঁইয়া ও বাসদ (মার্কসবাদী) জেলার সদস্য সচিব শফিউদ্দিন কবির আবিদ।

সারাবাংলা/আইসি/পিটিএম

নির্বাচন প্রত্যাখান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর