Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমর্থক গ্রেফতার, মু‌ক্তির দাবিতে থানা ঘেরাও ল‌তিফ সি‌দ্দিকীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৪ ১৫:০৪ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৪ ১৬:০৮

টাঙ্গাইল: কা‌লিহাতীতে সাবেক মন্ত্রী আবদুল ল‌তিফ সি‌দ্দিকীর এক সমর্থককে গ্রেফতারের প্রতিবাদে সড়ক ও থানা ঘেরাও করা হয়েছে। এসময় টাঙ্গাইল-ময়মন‌সিংহ মহাসড়কের প্রায় ৮ কিলো‌মিটার এলাকাজুড়ে যানজটের সৃ‌ষ্টি হ‌য়।

মঙ্গলবার (৯ জানুয়া‌রি) দুপুরে আবদুল ল‌তিফ সি‌দ্দিকীর নেতৃত্বে নেতাকর্মীরা টাঙ্গাইল-ময়মন‌সিংহ মহাসড়‌ক এবং থানা ঘেরাও করা হ‌য়। তারা ওই সমর্থককে ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন


আবদুল ল‌তিফ সি‌দ্দিকী বলেন, ‘আমার সমর্থক হাসমত আলীকে বিনা অপরাধে থানায় আটক করে রাখা হয়েছে। এছাড়াও আরেও কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের বিনাশর্তে মুক্তি না দেওয়া পর্যন্ত এখন থেকে যাবো না।’

কা‌লিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক জানান, হাসমত একজন এজাহরভুক্ত আসামি। অপরাধী ছাড়া কাউকে আটক করা হয়‌নি।’

সারাবাংলা/এমও

গ্রেফতার লতিফ সিদ্দিকী

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর