Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে বুনো হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৪ ২৩:৪৯ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৪ ০০:০৫

প্রতীকী ছবি

রাঙ্গামাটি: রাঙ্গামাটির লংগদু উপজেলায় বুনোহাতির আক্রমণে মাহি তারা বেগম (৬৩) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। স্থানীয় লোকজন জানিয়েছেন, চড়ে বেড়ানো গরু আনতে গিয়ে হাতির আক্রমণের শিকার হয়েছিলেন তিনি।

সোমবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার ভাসান্যদম ইউনিয়নের আমতলীপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। মাহি তারা বেগম ওই এলাকার আইচ্ছা মিয়ার স্ত্রী।

ভাসান্যদম ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হযরত আলী বলেন, ‘প্রতিদিনের মতো আজও বাড়ি থেকে কিছুটা দূরে নিজেদের গৃহপালিত গরু আনতে যান মাহি তারা বেগম। পথে হাতির আক্রমণের শিকার হয়ে মারা যান তিনি।’

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ বলেন, ‘ভাসান্যদম ইউনিয়নে বন্যহাতির আক্রমণে এক বৃদ্ধার মৃত্যুর খবর পেয়েছি। আরও খোঁজখবর নিয়ে বিস্তারিত জানানো যাবে।’

সারাবাংলা/টিআর

বুনো হাতির আক্রমণ রাঙ্গামাটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর