Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারিয়াকান্দিতে প্রতিপক্ষের হামলায় আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৪ ২২:২১

বগুড়া: বগুড়ার সারিয়াকান্দিতে প্রতিপক্ষের হামলায় পরাজিত স্বতন্ত্র প্রার্থী শাহজাদী আলম লিপির তবলা মার্কার পাঁচজন কর্মী আহত হয়েছেন।

সোমবার (৮ জানুয়ারি) উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের রামচন্দ্রপুর বাজারে এঘটনা ঘটে।

আহতরা হলেন- কাটাখালি গ্রামের বাবু প্রামানিকের ছেলে লেবু প্রামানিক (৩০), চৌকিবাড়ি গ্রামের আবেল হোসেনের ছেলে, জামিল ইসলাম (৩৫), রামচন্দ্রপুর গ্রামের মন্তেজার রহমানের ছেলে মহন মিয়া (২২), মজনু প্রামানিকের ছেলে সাহিদুল ইসলাম (৪৫), গোয়ালবাতান গ্রামের মহসিনের ছেলে রেজাউল করিম (৩৫)। আহতদের সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

তবলা মার্কার কর্মী ছামছুল হক বাবলু জানান, নৌকা মার্কার নেতা কর্মীরা সোমবার দুপুরে তার বাড়ি ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং রামচান্দ্রপুর বাজারে তবলা মার্কার পাঁচজন কর্মীকে মারধর করে আহত করে। এসময় চারটি দোকান ও একটি বাড়ি ভাঙচুর করে।

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এনইউ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর