Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে প্যানেল মেয়রের বাড়িতে হামলার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপেন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৪ ২২:০৬

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) প্যানেল মেয়র ও ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুল হাসান বিল্লালের বাড়িতে ভাঙচুর, মারধর ও আগুন দেয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৮ জানুয়ারী) সন্ধ্যায় গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন শুকন্দিরবাগ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তিনজন আহত হয়েছেন।

আহতরা হলেন, মাসুদুল হাসান বিল্লালের ছোট ভাইয়ের স্ত্রী পলি আক্তার (৪৫), ছেলে মাহবুব হাসান রিবেল (২৫) ও কাউন্সিলরের কার্যালয়ে সেবা নিতে আসা আল আমিন নামের এক ব্যক্তি।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, রোববার (৭ জানুয়ারী) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বিজয়ী হন। বিজয়ের উল্লাস জানাতে সোমবার সন্ধ্যায় গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানাধীন ৩৯নং ওয়ার্ড শুকন্দিরবাগ এলাকায় এক আনন্দ মিছিলের আয়োজন করেন ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিছিলে যোগ দেন কয়েকশ নেতাকর্মী। সন্ধ্যায় বিজয় মিছিলটি প্যানেল মেয়র মাসুদুল হাসান বিল্লালের বাড়ির সামনে পৌঁছালে কয়েকজন তার বাড়িতে ভাঙচুর চালায় ও হামলা করে। এ সময় বাড়ির ভেতরে ঢুকে তার ছেলে রিবেল, পলি আক্তারকে মারধর করে। পরে কাউন্সিলরের কার্যালয়ে হামলা চালালে ওই কার্যালয়ে প্রত্যয়নপত্র নিতে আসা আল আমিন নামের এক ব্যক্তিকে মারধর করেন।

গাসিক প্যানেল মেয়র ও ওয়ার্ড কাউন্সিল মাসদুল হাসান বিল্লাল বলেন, ‘লোকজন আমার বাড়িতে ভাঙচুর ও গেটে আগুন লাগিয়ে দেয়। এ সময় আমার বাড়ির ভেতর ঢুকে আমার ছোট ভাইয়ের স্ত্রী, ছেলে ও আমার কার্যালয়ে সেবা নিতে আসা এক ব্যক্তিকে মারধর করে। আমি এ ঘটনাটি পুলিশকে জানিয়েছি।’

বিজ্ঞাপন

অভিযুক্ত ৩৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব শাহিনুল আলম মৃধা বলেন, ‘আমরা আনন্দ মিছিল করেছি। তবে আমাদের কোনো নেতাকর্মী মিছিল থেকে বেরিয়ে গিয়ে আগুন ও মারধরের ঘটনা ঘটায়নি। কাউন্সিলর মিথ্যে বলছেন। তার ছেলে নেশাগ্রস্ত। তারা নিজেই পাটিতে আগুন দিয়ে মিথ্যে কথা বলছে।’

যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের ব্যক্তিগত সহকারী কাউসার সরকার বলেন, ‘আমরা একটি বিজয় মিছিল করেছি। মিছিল থেকে বেরিয়ে কোনো নেতাকর্মী তাদের বাড়িতে ভাঙচুর ও আগুন দেয়নি।’

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/একে

গাজীপুর জাতীয়-নির্বাচন প্যানেল মেয়র ভোট

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর