Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে জামানত হারিয়েছেন ২০ প্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৪ ২২:০১

যশোর: যশোরের ৬টি আসনে ২০ জন জামানত হারিয়েছেন। মোট প্রদত্ত ভোটের শতকরা সাড়ে ১২ শতাংশের কম ভোট পাওয়ায় তারা জামানত হারান। জেলায় মোট ৪২ দশমিক ৪১ শতাংশ ভোট পড়েছে। সবচেয়ে বেশি ভোট পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা।

আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বর্তমান এমপি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ও এবং সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের পরাজয়। জেলার সর্বত্রই চলছে ভোটের ফলাফল নিয়ে চলছে নানা সমীকরণ। বিশেষ করে দুই শক্তিমানের পরাজয়ে অনেকের কপালে ভাঁজ পড়েছে।

বিজ্ঞাপন

জানা যায়, যশোরের ৬টি সংসদীয় আসনের চারটিতে নতুন মুখ বিজয়ী হয়েছেন। বর্তমান এমপিদের মধ্যে জিতেছেন দুজন। দুজন পরাজিত হয়েছেন এবং দুজন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। ছয় আসনের মধ্যে চারটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বিজয়ী এবং দু’টি স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল অনুযায়ী বিজয়ীরা হলেন, যশোর-১ (শার্শা) আসনে শেখ আফিল উদ্দিন (নৌকা), যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ডা. তৌহিদুজ্জামান তুহিন (নৌকা), যশোর-৩ (সদর) আসনে কাজী নাবিল আহমেদ (নৌকা), যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনে এনামুল হক বাবুল (নৌকা), যশোর-৫ (মণিরামপুর) আসনে ইয়াকুব আলী (আ’লীগ স্বতন্ত্র) ও যশোর-৬ (কেশবপুর) আসনে আজিজুল ইসলাম (আ’লীগ স্বতন্ত্র)। রোববার ভোটগ্রহণের পর গণনা শেষে রাত ১০টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।

এদিকে জামানত হারানো প্রার্থীরা হলেন, যশোর-১ শার্শা আসনে জাতীয় পার্টির মো. আক্তারুজ্জামান, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা এস এম হাবিবুর রহমান, জাতীয় পার্টির মুফতি ফিরোজ শাহ, বাংলাদেশ কংগ্রেসের আব্দুল আওয়াল, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফের শামছুল হক।

বিজ্ঞাপন

যশোর-৩ (সদর) আসনে বিকল্পধারা বাংলাদেশের মারুফ হাসান কাজল, জাতীয় পার্টির মাহবুব আলম, ন্যাশনাল পিপলস পার্টির অ্যাড. সুমন কুমার রায়, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. তৌহিদুজ্জামান, তৃণমূল বিএনপির মো. কামরুজ্জামান, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের শেখ নুরুজ্জামান নোঙর।

যশোর-৪ (বাঘারপাড়া অভয়নগর বসুন্দিয়া) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানো বর্তমান এমপি স্বতন্ত্র প্রার্থী রণজিৎ কুমার রায়, তৃণমূল বিএনপির অবসরপ্রাপ্ত লে. কর্নেল এম শাব্বির আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের সুকৃতি কুমার মন্ডল, ইসলামী ঐক্যজোটের ইউনুস আলী ।

যশোর-৫ (মণিরামপুর) আসনে এই আসনে সরে দাঁড়ানো তৃণমূল বিএনপির আবু নসর মোহাম্মদ মোস্তফা ও জাতীয় পার্টির এম এ হালিম, ইসলামী ঐক্যজোটের হাফেজ মাওলানা নুরুল্লাহ আব্বাসী।

যশোর-৬ (কেশবপুর) আসনে জাতীয় পার্টির জি এম হাসান।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ৬টি সংসদীয় আসনে ভোটযুদ্ধে নামেন ৩২ জন প্রার্থী। নৌকার পাশাপাশি আওয়ামী লীগের স্বতন্ত্র ৮ প্রার্থী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করেন।

সারাবাংলা/একে

আওয়ামী লীগ জাতীয়-নির্বাচন জামানত নির্বাচন কমিশন ভোট

বিজ্ঞাপন

ফর্মে ফিরেও বাবরের আক্ষেপ
৬ জানুয়ারি ২০২৫ ১২:২১

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর