চলন্ত ট্রাক থামিয়ে আগুন লাগালো দুর্বৃত্তরা
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৪ ২১:৪৮ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৪ ০১:৩৬
৮ জানুয়ারি ২০২৪ ২১:৪৮ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৪ ০১:৩৬
বগুড়া: বগুড়া সদরের এরুলিয়া এলাকায় দুর্বৃত্তরা একটি ট্রাকে অগ্নি সংযোগ করেছে। তবে এতে কেউ হতাহত হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, খালি ট্রাকটি মোকামতলা যাচ্ছিল সবজি বোঝাই করতে। সেখান থেকে সবজি নিয়ে ঢাকা যাওয়ার কথা। এ জন্য খালি ট্রাক নিয়ে চালক সোমবার রাত সাড়ে ১১ টার দিকে ওই সড়ক দিয়ে শিবগঞ্জ উপজেলার দিকে যাচ্ছিল। পথে বগুড়া সদরের এরুলিয়া বাজারের কাছে দুর্বৃত্তরা রাস্তায় ট্রাকটি থামায়। এরপর ট্রাকে আগুন লাগিয়ে তারা পালিয়ে যায়।
পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিস ও পুলিশ ট্রাকের আগুন নিভিয়ে ফেলে। বগুড়া সদর থানার ওসি জানিয়েছেন এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সারাবাংলা/একে