সরিষাবাড়ীতে নৌকার সমর্থকদের বাড়িঘর ভাঙচুরের অভিযোগ, আহত ১০
৮ জানুয়ারি ২০২৪ ১৯:৩৭ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৪ ১৯:৪০
জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীতে পরাজিত নৌকার সমর্থকদের প্রায় ১০টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটতরাজের ঘটনা ঘটেছে। এছাড়াও আওয়ামী লীগ নেতার কিন্ডারগার্ডেন স্কুল ভাঙচুর করে তালা ঝুলিয়ে দিয়েছে বিজয়ী ট্রাক প্রতীকের লোকজন। গতকাল রোববার (৭ জানুয়ারি) রাত থেকে সোমবার (৮ জানুয়ারি) সকাল পর্যন্ত নির্বাচন পরবর্তী কয়েকটি সহিংস ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
স্থানীয় লোকজন জানান, জামালপুর-৪ আসনে ট্রাক প্রতীকের (স্বতন্ত্র) প্রার্থী অধ্যক্ষ আবদুর রশীদ বিজয়ী হওয়ার পরপরই নৌকার প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের সমর্থকদের বাড়িঘরে হামলা চালানো হয়। সোমবার সকালে মহাদান ইউনিয়নের বিলবালিয়া ও বনগ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সাইফুল ইসলাম অক্ষর ও সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক শাহীনসহ অন্তত পাঁচ জনের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও মোটরসাইকেল ভাঙচুর, কর্মী-সমর্থকদের মারধর ও লুটতরাজ করে।
সাইফুল ইসলাম অক্ষর ও আব্দুর রাজ্জাক শাহীন অভিযোগ করেন, বিজয়ী প্রার্থীর সমর্থক আলহাজ মাস্টারের নেতৃত্বে বিলবালিয়া এলাকায় নৌকা সমর্থকদের বাড়িঘরে হামলা চালানো হয়। নৌকার সমর্থকদের প্রাণনাশসহ বাড়িঘর ছাড়ার হুমকি দেওয়া হচ্ছে।
রবিউল ইসলাম অভিযোগ করেন, আমার কিন্ডারগার্টেন স্কুলে প্রবেশ করে ট্রাক প্রতীকের লোকজন চেয়ার টেবিলে ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করেছে। পরে স্কুলে তালা দিয়ে চলে গেছে।
নৌকা প্রতীকের প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল বলেন, স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদের সমর্থকরা কয়েকটি কেন্দ্রে সিল মেরে ভোট নিয়েছে। যারা যারা কেন্দ্রে বাধা দিয়েছে এবং নৌকার পক্ষে কাজ করেছে তাদের বাড়িঘরে হামলা ও মারধর করা হচ্ছে।
এ ব্যাপারে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আবদুর রশীদের বক্তব্য জানতে কয়েকবার মুঠোফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান বলেন, যেখানে যে বিচ্ছিন্ন ঘটনার খবর পাচ্ছি, সেখানেই পুলিশ যাচ্ছে। ঘটনাগুলো তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিলবালিয়া গ্রামের হামলার ঘটনায় আলহাজ মাস্টার নামে একজনকে আটক করা হয়েছে বলেও তিনি জানান।
সারাবাংলা/এনইউ