Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তিযোদ্ধার কাছে হারলেন সংবিধান প্রণেতা

স্টাফ করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৪ ১৯:১৪ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৪ ১৯:২৯

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা একমাত্র সংবিধান প্রণেতা হেরে গেছেন মুক্তিযুদ্ধের এক বীর সেনানীর কাছে। ৩৪ সদস্য বিশিষ্ট সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ছিলেন অধ্যাপক আবু সাইয়িদ। নির্বাচনে পাবনা-১ আসনে সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। তবে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুকুর কাছে প্রায় ২২ হাজার ভোটের ব্যবধানে হেরে যান তিনি।

বিজ্ঞাপন

গতকাল রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে শামসুল হক টুকু ৯৪ হাজার ৩১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর অধ্যাপক আবু সাইয়িদ ট্রাক প্রতীকে ৭২ হাজার ৩৮৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

গতকাল অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন ঘোষিত ২৯৮ আসনের ফলাফলে আওয়ামী লীগ ২২২, জাতীয় পার্টি ১১, স্বতন্ত্র ৬২ এবং অন্যান্য দল ৩টি আসন পেয়েছেন।

প্রসঙ্গত, মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়নের লক্ষ্যে ৩৪ বিশিষ্ট কমিটি গঠন করা হয়। ওই কমিটির অন্যতম সদস্য ছিলেন অধ্যাপক আবু সাইয়িদ। বর্তমানে সংবিধান প্রণেতাদের মধ্যে অধ্যাপক আবু সাইয়িদসহ মাত্র চারজন জীবিত আছেন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংবিধান প্রণেতাদের মধ্যে তিনিই নির্বাচনে অংশ নেন।

সারাবাংলা/কেআইএফ/এনএস

অধ্যাপক আবু সাইয়িদ শামসুল হক টুকু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর