Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বতন্ত্রের কাছে হারলেন পাঁচবারের এমপি শম্ভু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৪ ১৬:৩২

বরিশাল: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) আসনে হেরে গেছেন পাঁচবারের সংসদ সদস্য (এমপি) ও আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। এই আসনে জয় পেয়েছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু।

ঈগল প্রতীকের গোলাম সরোয়ার টুকু পেয়েছেন ৬১ হাজার ৭৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার ফোরকান পেয়েছেন ৫৮ হাজার ১৪৭ ভোট। আর ৫৪ হাজার ১৬৮ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন নৌকা প্রতীকের ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

বিজ্ঞাপন

গতকাল রোববার (৮ জানুয়ারি) দিনভর ভোট শেষে রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

এর আগে, রোববার সকাল ৮টা থেকে সারাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। যা শেষ হয় বিকেল ৪টায়। এরপর হয় ফল গণনা। নির্বাচনে সারাদেশে গড়ে ৪০ শতাংশের মতো ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সারাবাংলা/জিএমএস/এনএস

বরগুনা-১

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর