Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনি ইশতেহার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব: সেতুমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৪ ১৪:৪৭ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৪ ১৪:৫২

ওবায়দুল কাদের, ফাইল ছবি

ঢাকা: দ্বাদশ জাতায় সংসদের নির্বাচনের ইশতেহারে দেওয়া ওয়াদা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এই নির্বাচন দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় মাইলফলক হয়ে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

সোমবার (৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের অফিসে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি-জামাত এবারও ব্যর্থ হয়েছে। তাদের সকল ষড়যন্ত্রের জবাব মানুষ ব্যালটের মাধ্যমে দিয়ে দিয়েছে। মানুষ বিএনপি জামাতকে দেখিয়েছে অপরাজনীতি করে জনগণের রায় পাওয়া সম্ভব না। আগুন-সন্ত্রাস গণতন্ত্র একসঙ্গে চলতে পারে না। নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ তাই প্রমাণ করে।’

নির্বাচন বয়কট করায় বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘আমরা বিএনপিকে বলব, সত্য মেনে নিয়ে রাজনীতি করুন। গণতন্ত্রের মৌলিক নীতি অনুসরণ করুন। সংবিধান বিবর্জিত রাজনীতি পরিহার করুন। না হলে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হতে হবে। আওয়ামী লীগ জনগণের দল। জনগণই আওয়ামী লীগের শক্তি। জনগণের সেবা করাই আওয়ামী লীগের কাজ।’

জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশ পরিচালনার প্রসঙ্গ তুলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের ইশতেহারে দেওয়া ওয়াদা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। আগামী বাংলাদেশ হবে স্মার্ট ও সমৃদ্ধ। এই নির্বাচন দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় মাইলফলক হয়ে থাকবে।’

আগামী ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুষ্ঠিত হবে বলেও জানান ওবায়দুল কাদের। জনসভা বিকেল আড়াইটায় শুরু হবে। এতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপদফতর সম্পাদক সায়েম খান ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সাঈদ খোকনসহ অন্যান্যরা।

সারাবাংলা/এনআর/এনএস

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর