কক্সবাজার-১ আসনে ইব্রাহিমের চমক, তিনটিতে নৌকার জয়
৮ জানুয়ারি ২০২৪ ১১:০৬ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৪ ১৪:০৩
কক্সবাজার: কক্সবাজারের ৪টি আসনে একজন বাদে বাকি ৩ জনই ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকার প্রার্থী। নির্বাচিত ৩ জনই বর্তমান সংসদ সদস্য, তারা ফের নির্বাচিত হয়েছেন। বাকি একজন হলেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। এবারের নির্বাচনে তিনিই ছিলেন কক্সবাজারের জন্য চমক।
রোববার (৭ জানুয়ারি) রাত ১টার দিকে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলের তথ্য অনুযায়ী, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের কাছে ধরাশয়ী হয়েছেন জাফর আলম।
জাফর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে অংশ নিয়েছিলেন। আসনের দুই উপজেলার ১৫৮টি কেন্দ্রের মধ্যে ১৫৫টি কেন্দ্রের ফলাফলে হাতঘড়ি প্রতীক নিয়ে ৮১৯৫৫ ভোটে জয়লাভ করেছেন মেজর জেনারেল ইব্রাহিম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী জাফর আলম (ট্রাক প্রতীক) পেয়েছেন ৫২৮৯৬ ভোট। তাদের ভোটের ব্যবধান ২৯০৫৯ ভোট।
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়ায়) আসনে হ্যাটট্রিক জয় পেয়েছেন নৌকা প্রতীকের আশেক উল্লাহ রফিক। ফলাফলে ১১৮টি কেন্দ্রে তিনি পেয়েছেন ৯৭৩৯৮ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) মনোনীত প্রার্থী নোঙ্গর প্রতীকের মো. শরীফ বাদশা পেয়েছেন ৩৪৪৯৬ ভোট। তাদের ভোটের ব্যবধান ৬২৯০২ হাজার।
কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে তৃতীয় বারের মতো জয়ী হয়েছেন সাইমুম সরওয়ার কমল। তিনি ১৭৬টি কেন্দ্রে ১৬৭০২৯ ভোট পেয়েছেন। তার নিকটমত প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদ (ঈগল প্রতীক) পেয়েছেন ২১৯৪৬ ভোট।
এই আসনে মোট ভোটার ৪ লাখ ৮৯ হাজার ৬১০ জন। ফলাফলে ১৪৫০৮৩ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন সাইমুম সরওয়ার কমল।
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির কারিশমায় আবারও দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন তার স্ত্রী শাহীন আকতার। এ নিয়ে টানা ৪ বার আসনটি দখলে রেখেছেন স্বামী-স্ত্রী।
কক্সবাজার জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান জানান, কক্সবাজারের ৪টি সংসদীয় আসনে সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সারাবাংলা/এমও