জয়পুরহাটের ২ আসনেই নৌকার জয়
৮ জানুয়ারি ২০২৪ ১০:২২ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৪ ১৪:০৩
জয়পুরহাট: জয়পুরহাট দুই আসনেই জয়ী হয়েছেন আওয়ামী লীগের সামছুল আলম দুদু ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
জয়পুরহাট-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৩৭ হাজার ৪২৭। মোট কেন্দ্র ১৫১টি। সব কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের সামছুল আলম দুদু। তিনি ৯৬ হাজার ১ ভোট ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ মোল্লা (কাঁচি প্রতীক) পেয়েছেন ৪৭ হাজার ৭৭৬ ভোট।
জয়পুরহাট- ২ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৫ হাজার ৯৭২ জন। মোট কেন্দ্র ১০৩টি। সবকটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বেসরকারিভাবে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আবু সাঈদ আল মাহমুদ স্বপন। তিনি মোট ১ লাখ ৫১ হাজার ১২৮টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম মাহফুজ চৌধুরী (কাঁচি প্রতীক) পেয়েছেন ৩২ হাজার ৫৪১ ভোট।
সারাবাংলা/ইআ
আবু সাঈদ আল মাহমুদ স্বপন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামছুল আলম দুদু