Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টানা চতুর্থবারের মতো জয়ী আমির হোসেন আমু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৪ ০৯:৩৫ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৪ ০৯:৩৮

বরিশাল: ঝালকাঠি- ২ (সদর-নলছিটি) আসনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী (নৌকা প্রতীক) আমির হোসেন আমু। তিনি এক লাখ ৩৭ হাজার এক ভোট পেয়ে টানা চতুর্থবারের মতো বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির নাসির উদ্দিন ইমরান পেয়েছেন ৪ হাজার ৩১৭ ভোট ও আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির মো. ফোরকান পেয়েছেন ৩ হাজার ২৫০ ভোট।

বিজ্ঞাপন

রোববার (৭ জানুয়ারি) জেলা প্রশাসক কার্যালয়ের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কক্ষ থেকে সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আ. সালেক এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, দুটি উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ১৪৭টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। মোট ভোটার তিন লাখ ৪২ হাজার ১৫৬ জন। এরমধ্যে এক লাখ ৭৩ হাজার ৯০০ জন পুরুষ, এক লাখ ৬৮ হাজার ২৫৪ জন মহিলা এবং দুইজন তৃতীয় লিঙ্গের ভোটার।

সারাবাংলা/ইআ

আমির হোসেন আমু ঝালকাঠি-২ আসন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর