Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফজলে করিম পাঁচবার, হাছান মাহমুদ চারবার জিতলেন

সারাবাংলা টিম
৮ জানুয়ারি ২০২৪ ০২:১১ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৪ ০২:৫১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম-৬ আসনে পঞ্চমবারের মতো জিতেছেন আওয়ামী লীগের প্রার্থী এ বি এম ফজলে করিম চৌধুরী। পাশের চট্টগ্রাম-৭ আসনে চতুর্থবার জিতেছেন আওয়ামী লীগের হাছান মাহমুদ।

রোববার (৭ জানুয়ারি) রাতে চট্টগ্রামের ১০টি সংসদীয় আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান দুজনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত অস্থায়ী কেন্দ্র থেকে রিটার্নিং অফিসার জেলার ১০টি সংসদীয় আসনের ফলাফল ঘোষণা করছিলেন।

বিজ্ঞাপন

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে মোট ভোটার তিন লাখ ১৬ হাজার ৯২০ জন। ভোট দিয়েছেন দুই লাখ ৩০ হাজার ৪৭১ জন। ভোটের হার ৭২ দশমিক ৭২ শতাংশ।

মোট ৯৫টি কেন্দ্রের ঘোষিত ফলাফল অনুযায়ী, নৌকা প্রতীকের এ বি এম ফজলে করিম চৌধুরী পেয়েছেন দুই লাখ ২১ হাজার ৫৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. সফিকুল আলম চৌধুরী লাঙ্গল প্রতীকে পেয়েছেন দুই হাজার ৬৫৪ ভোট।

চট্টগ্রাম-৬ আসন থেকে এ বি এম ফজলে করিম চৌধুরী ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে জিতেছিলেন।

অন্যদিকে হাছান মাহমুদ নৌকা প্রতীকে এক লাখ ৯৮ হাজার ৯৭৬ ভোট পেয়ে জিতেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্টের প্রার্থী ইকবাল হাছান পেয়েছেন ৯ হাজার ৩০১ ভোট।

এ আসনে মোট ভোটার তিন লাখ ১৩ হাজার ৯১ জন। ভোট দিয়েছেন দুই লাখ ১৭ হাজার ৩৮০ জন। ভোটের হার ৬৯ দশমিক ৪৩ শতাংশ। মোট ভোটকেন্দ্র ১০৩টি।

হাছান মাহমুদ ২০০৮ সালে প্রথমবার এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগ সরকারে দুবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

সারাবাংলা/আইসি/এসএন/আরডি/টিআর

এ বি এম ফজলে করিম চৌধুরী চট্টগ্রাম-৬ চট্টগ্রাম-৭ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংসদ নির্বাচন হাছান মাহমুদ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর