মানিকগঞ্জে তিন জাহিদের চমক, হেরে গেলেন মমতাজ
৮ জানুয়ারি ২০২৪ ০০:০৭ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৪ ০২:১৫
মানিকগঞ্জ: মানিকগঞ্জের তিনটি আসনে চমক দেখিয়েছেন তিন জাহিদ। মানিকগঞ্জ ১ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন মাহমুদ জাহিদ, মানিকগঞ্জ ২ আসনে ট্রাক প্রতীকে দেওয়ান জাহিদ আহমেদ টুলু এবং মানিকগঞ্জ ৩ আসনে নৌকা প্রতীকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জয়ী হয়েছেন। বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তারা। মানিকগঞ্জ ২ আসনে হেরে গেছেন নৌকা প্রতীকের প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগম।
তিনটি আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ ১ আসনে ৮৫ হাজার ৪৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ঈগল প্রতীকে সালাউদ্দিন মাহমুদ জাহিদ। তার প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী জহিরুল আলম জহিরুল আলম রুবেল লাঙ্গল প্রতীকে ভোট পেয়েছেন ৩৯,১০৯টি।
মানিকগঞ্জ ৩ আসনে ১ লাখ ২৬ হাজার ৭২০ ভোট পেয়ে নৌকা প্রতীকের প্রার্থী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি মফিজুল ইসলাম খান কামাল পেয়েছেন ৫ হাজার ৩৯১ ভোট। এই আসনে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এদিকে মানিকগঞ্জ ২ আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু ট্রাক প্রতীকে ৮৮ হাজার ৩০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগম পেয়েছেন ৮২ হাজার ১৩৮ ভোট।
সারাবাংলা/আইই