Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-১ আসনে বিজয়ী সালমান এফ রহমান

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৪ ২৩:৫৩ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৪ ০০:৪৪

ঢাকা: ঢাকা ১ আসনে জয় পেয়েছেন নৌকার প্রার্থী সালমান এফ রহমান। তিনি পেয়েছেন ১ লাখ ৫০ হাজার ৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী সালমা ইসলাম পেয়েছেন ৩৪ হাজার ৯৩০ ভোট।

ঢাকা ১ আসনের ১৮৪টি কেন্দ্রের সবকটির ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে বেসরকারিভাবে সালমান এফ রহমান নির্বাচিত হয়েছেন। এই আসনে আরও পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও তারা কেউই হাজারের ঘরে পৌছাতে পারেননি।

বিজ্ঞাপন

এর আগে রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় সারাদেশের ২৯৯টি আসনের সঙ্গে একযোগে ঢাকা ১ আসনেও ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। এই আসনে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ঢাকা ১ আসনে ভোট পড়েছে ১ লাখ ৯০ হাজার ৯৯১টি বা মোট ভটের ৩৭ শতাংশ। ঢাকার অন্যান্য আসনের চেয়ে এই আসনের ভোট গ্রহণের হার বেশি।

সারাবাংলা/ইএইচটি/আইই

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর