জমি নিয়ে বিরোধ, তরুণকে ছুরিকাঘাতে হত্যা
৭ জানুয়ারি ২০২৪ ২১:১১ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৪ ২২:৫৫
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের চরাঞ্চলের হোগলাকান্দি এলাকায় পূর্ব বিরোধের জের ধরে মোহাম্মদ তরিকুল ইসলাম (২২) নামের এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।
রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার চর-কেওয়ার ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, একই গ্রামের এনায়েতউল্লার ছেলে মাহিরের সঙ্গে তরিকুলের দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে রোববার সন্ধ্যায় কথা কাটাকাটির একপর্যায়ে তরিকুলকে ধারালো ছুরি দিয়ে বুকের বাঁ পাশে আঘাত করেন মাহির।
গুরুতর আহত অবস্থায় তরিকুলকে দ্রুত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুহুল আমিন জানান, নিহত তরিকুলের বুকের বাঁ পাশে ধারালো ছুরির আঘাত রয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/টিআর