Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আড়াই লাখ ভোটে বিজয়ী শেখ হাসিনা

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৪ ২২:০২ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৪ ২৩:২৬

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

রোববার (৭ জানুয়ারি ) জেলার রিটার্নিং কর্মকর্তা কাজী মাহবুবুল আলম এই ফলাফল জানান।

রিটার্নিং কর্মকর্তা বলেন, শেখ হাসিনা ২ লাখ ৪৯ হাজার ৯৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সুপ্রিম পার্টির এম নিজাম উদ্দিন লস্কর পেয়েছেন ৪৬৯ ভোট।

দেশের ৩০০টি আসনের মধ্যে ২৯৯টি আসনে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। ভোট শেষ হওয়ার পরপরই ভোট গণনা শুরু হয়।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ঢাকা সিটি কলেজে ভোট দিয়েছেন।

সারাবাংলা/আইই

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর