Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুর-৩ আসনে জি এম কাদের বিজয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৪ ২১:৩৫

ফাইল ছবি

রংপুর: জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর ৩ আসনের দলীয় প্রার্থী গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জিএম কাদের পেয়েছেন ৮১ হাজার ৮৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী ২৩ হাজার ৩২৬ ভোট।

আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির আসন সমঝোতায় এই আসনে আওয়ামী লীগের প্রার্থী মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল মনোনয়ন প্রত্যাহার করে নেন। তবে আওয়ামী লীগের কোনো নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না নেওয়ায় বিজয় নিয়ে শুরু থেকেই নিশ্চিন্ত ছিলেন জি এম কাদের।

এ আসনে অন্য যারা প্রতিদ্বন্দ্বীরা করেছেন তারা হলেন: বাংলাদেশ সুপ্রিম পার্টির আব্দুর রহমান রেজু ‘একতারা’, বাংলাদেশ কংগ্রেসের একরামুল হক ‘ডাব’, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সহিদুল ইসলাম ‘মশাল’, ন্যাশনাল পিপলস পার্টির শফিউল আলম ‘আম’।

সারাবাংলা/একে

জাতীয় পার্টি জাপা চেয়ারম্যান জি এম কাদের লাঙ্গল প্রতীক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর