হ্যাটট্রিক জয় পেলেন ফরহাদ হোসেন
৭ জানুয়ারি ২০২৪ ২০:৫৭ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৪ ২২:১১
মেহেরপুর: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনে (সদর ও মুজিবনগর) তৃতীয়বারের মতো সংসদ সদস্য (এমপি) পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের এই প্রার্থী পেয়েছেন ৯৪ হাজার ৩০৩ ভোট।
ফরহাদ হোসেনের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য (এমপি) আবদুল মান্নান ট্রাক প্রতীক নিয়ে ৫৭ হাজার ৬৯২ ভোট পেয়ে পরাজিত হন।
রোববার (৭ জানুয়ারি) রাত ৮টার দিকে বেসরকারিভাবে ভোটের ফলাফল ঘোষণা করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম হাসান এ ফলাফল ঘোষণা করেন।
রোববার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতীহিনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। মেহেরপুর-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৭ জন। মোট ভোট পড়েছে ৫২ দশমিক ৫৪ শতাংশ।
এর আগে, রোববার সকাল ৮টা থেকে সারাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। যা শেষ হয় বিকেল ৪টায়। এরপর হয় ফল গণনা। নির্বাচনে সারাদেশে গড়ে ৪০ শতাংশের মতো ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
সারাবাংলা/এসএমআরএ/এনএস
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুর-১ আসন