Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদেশি সাংবাদিক-পর্যবেক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৪ ১৯:৪৭ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৪ ২০:০৬

ফাইল ছবি

ঢাকা: দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই সৌজন্যতা বিনিময় করবেন তিনি।

আগামীকাল সোমবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় গণভবনে এই সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। রোববার (৭ জানুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস উইংস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে, রোববার সকাল ৮টা থেকে সারাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। যা শেষ হয় বিকেল ৪টায়। এখন চলছে ফল গণনা। নির্বাচনে সারাদেশে গড়ে ৪০ শতাংশের মতো ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

নির্বাচন উপলক্ষ্যে বিভিন্ন দেশ থেকে সাংবাদিক ও পর্যবেক্ষকরা এসেছেন। ভোটের দিন সারাদেশের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখেন তারা। নির্বাচনের পরদিন সোমবার এসব সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে দেশের সাংবাদিকরাও অংশ নেবেন।

সারাবাংলা/এনআর/এনএস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

বাধ্য হয়ে জোভান-তটিনীর বিয়ে!
১০ জানুয়ারি ২০২৫ ১৮:১৯

তাসকিনদের ঝলকে জয়ে ফিরল রাজশাহী
১০ জানুয়ারি ২০২৫ ১৮:০০

আরো

সম্পর্কিত খবর