অনিয়মের কারণে ২১ কেন্দ্রে ভোট স্থগিত, ৭ কেন্দ্রে বাতিল
৭ জানুয়ারি ২০২৪ ১৯:৩১ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৪ ২১:০১
ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে সহিংসতা ও অনিয়মের কারণে ৬ জেলার ৯টি আসনের ২১ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে নির্বাচনে অনিয়ম ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ২০ জনের অধিককে সাজা দেওয়া হয়। সাতটি কেন্দ্রে ভোট বাতিল হয়েছে।
রোববার (৭ই জানুয়ারি) সন্ধায় ইসির নির্বাচনি মনিটরিং সেল থেকে এ তথ্য জানা যায়। ইসির মনিটরিং সেল জানায়, নির্বাচন স্থগিত হওয়া কেন্দ্রগুলো হলো— সুনামগঞ্জ-২ আসনে মিরাপুর প্রাথমিক বিদ্যালয় (৭ নং কেন্দ্র), নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় (৫৬ নং কেন্দ্র), শুকুরনগর প্রাথমিক বিদ্যালয় (৭০ নং কেন্দ্র)। কক্সবাজার-১ আসনের চরনদীপ ভূমিহীন প্রাইমারি স্কুল (২৫ নং কেন্দ্র), দক্ষিণ ফুলছুড়ি প্রাথমিক বিদ্যালয় (৭৪ নং কেন্দ্র), মরংগুনা অসুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৮০ নং কেন্দ্র)।
জামালপুর-৫ আসনের মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৭০ নং কেন্দ্র)। নরসিংদি-৪ আসনের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৩৪ নং কেন্দ্র)। নরসিংদি-৩ আসনের দুলালপুর সিনিয়র ফাজিল ডিগ্রি মাদরাসা (৫ নং
কেন্দ্র), ভিটিচিনাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় (৮ নং কেন্দ্র)। টাঙ্গাইল-২ আসনের কাহেতা সরকারি প্রাথমিক স্কুল (১৬ নং কেন্দ্র)।
কুমিল্লা-৩ আসনের পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় (৭৬ নং কেন্দ্র) ও ধনিরামপুর ডিডিএসওয়াই উচ্চ বিদ্যালয় (৮১ নং কেন্দ্র)।কুমিল্লা-৪ আসনের সূর্য্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৮৪ নং কেন্দ্র)। কুমিল্লা-১১ আসনের বগৈর সরকারি প্রাথমিক বিদ্যালয় (২৮ নং কেন্দ্র), গোবিন্দপুর সামছুল হুদা দাখিল মাদরাসা (৩৫ নং কেন্দ্র), ধনিজকরা সরকারি প্রাপথমিক বিদ্যালয় (৩৮ নং কেন্দ্র)। আমানগন্ডা আদর্শ উচ্চ বিদ্যালয় (৪৯ নং কেন্দ্র), হিংগুলা হাছানিয়া উচ্চ বিদ্যালয়-১ (৭৪ নং কেন্দ্র)। হিংগুলা হাছানিয়া উচ্চ বিদ্যালয়-২ (৭৫ নং কেন্দ্র) ও বাতিসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়-১ (৮৩ নং কেন্দ্র) কেন্দ্রে ভোট স্থগিত করা হয়।
সারাবাংলা/জিএস/এনএস