ভোটের শেষ মুহূর্তে নৌকা-ট্রাক অনুসারীদের সংঘর্ষ
৭ জানুয়ারি ২০২৪ ১৮:৫৮ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৪ ২০:২১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম-১৪ আসনে নির্বাচনের শেষ মুহূর্তে এসে সংঘর্ষে জড়িয়েছে নৌকা ও ট্রাক প্রতীকের সমর্থকরা।
রোববার (৭ জানুয়ারি) বিকেলে চন্দনাইশ উপজেলার দোহাজারি জামিরজুরি আহমদুর রহমান স্কুল কেন্দ্র ও পূর্ব চন্দনাইশ চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসব সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দোহাজারি জামিরজুরি হাই স্কুল কেন্দ্রের বাইরে নৌকা প্রতীকের নজরুল ইসলামের অনুসারী ও ট্রাক প্রতীকের আব্দুল জব্বারের অনুসারীরা অবস্থান নিয়েছিলেন। ভোট শেষ হওয়ার আগ মুহূর্তে নৌকার সমর্থকরা ট্রাকের সমর্থকদের ধাওয়া করে কেন্দ্রে প্রবেশের চেষ্টা করে। এসময় দুই জনের সমর্থকরা প্রচুর ইট পাটকেল নিক্ষেপ করে।
পরে র্যাব-বিজিবি গিয়ে তাদের ধাওয়া করে সরিয়ে দেয়। চৌধুরী পাড়া প্রাথমিক বিদ্যালয়ে সংঘর্ষে আগ্নেয়াস্ত্রের ব্যবহার হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এসময় আতিকুর রহমান নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে স্থানীয়রা দেখতে পেয়েছেন।
জানতে চাইলে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মাহমুদা বেগম সারাবাংলাকে বলেন, ‘সংঘর্ষের ঘটনার বিষয়ে শুনেছি। তবে এখনো বিস্তারিত জানি না। আমি ভোট গণনার কাজে ব্যস্ত।’
কেউ গুলিবিদ্ধ হয়েছে কি না— এমন প্রশ্নে তিনি বলেন, ‘আহত হওয়ার কোনো তথ্য পাইনি। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মাহতাব হোসেন বলেন, ‘দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। পরে দুই পক্ষকে ধাওয়া করে সরিয়ে দেই।’
সারাবাংলা/আইসি/এনএস
চট্টগ্রাম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নৌকা-ট্রাক অনুসারীদের সংঘর্ষ