Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সামাজিক যোগাযোগমাধ্যমে ভোট উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৪ ১৭:২৩ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৪ ২০:০৭

ঢাকা: দেশব্যাপী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢেউ এসে লেগেছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। ভোট দিতে কেন্দ্রে গিয়ে বা ভোট দিয়ে আঙুলে কালির ছাপের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন অনেকেই৷

রোববার (৭ জানুয়ারি) দিনব্যাপী এমন দৃশ্য দেখা যায়। ছবি শেয়ার করে নানাজনে নানা কথা লিখেছেন।

শহিদ আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ পরিবারের সঙ্গে ছবি শেয়ার দিয়ে লিখেছেন, ‘ভোট, একজন বাংলাদেশি হিসেবে সবচেয়ে বড় একটি নাগরিক অধিকার। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।’

লেখক ও অধিকারকর্মী সাদিয়া নাসরিন লিখেছেন, ‘ভোট আমার নাগরিক অধিকার।’

চিকিৎসক মেজবাহ উল আজীজ ভোট দেওয়ার জন্য ঢাকা ছেড়ে পাবনা গিয়েছেন। ফেসবুকে সেই ছবিও শেয়ার করেছেন হাতে নীল কালির চিহ্নসহ।

এছাড়াও অনেকেই ভোট দেওয়ার ছবি শেয়ার করেছেন।

সারাবাংলা/আরএফ/এনএস

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর