খুলনায় ভোট গণনা চলছে
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৪ ১৭:১৬ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৪ ২০:০৭
৭ জানুয়ারি ২০২৪ ১৭:১৬ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৪ ২০:০৭
খুলনা: খুলনার ছয়টি আসনের ভোট গ্রহণ শেষ হয়েছে। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। এখন চলছে গণনা।
খুলনা জেলার ৬টি সংসদীয় আসনে মোট ভোটারের সংখ্যা ১৯ লাখ ৯৯ হাজার ৮৮২জন। যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১০ লাখ ৮৪জন, নারী ভোটারের সংখ্যা নয় লাখ ৯৯ হাজার ৭৮৪ জন, হিজড়া ভোটারের সংখ্যা ১৪জন।
জেলায় ভোটকেন্দ্রের সংখ্যা ৭৯৩টি এবং ভোটকক্ষের সংখ্যা ৪৭২০টি। মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ৩৯ জন।
সারাবাংলা/এনইউ