Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানুষ নৌকা ছাড়া ভোট দেবে না: নিখিল

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৪ ১৫:৪৩ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৪ ২০:০৮

ঢাকা: ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, বঙ্গবন্ধু কন্যার প্রতীক নৌকা। এই নৌকাই বাংলাদেশকে বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বঙ্গবন্ধু কন্যার হাত ধরে। অতএব এদেশের মানুষ নৌকা ছাড়া অন্য কোনো প্রতীকে ভোট দেবে বলে আমি আশা করি না।

রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার পরে রাজধানীর মিরপুর-১ নম্বর ১২ নং ওয়ার্ডের কেন্দ্র বশির উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘বশির উদ্দিন স্কুলে আমার ভোট দিলাম। এলাকার মানুষ আনন্দ করতে করতে ভোট আসছেন। পাশাপাশি ওনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। আমি আশা করছি শেষ পর্যন্ত ভোটকেন্দ্রে একটা সুষ্ঠ পরিবেশ থাকবে। সবাই মিলে উৎসবমুখর পরিবেশে দেশ ও জাতির স্বার্থে একটি সুন্দর নির্বাচন দিতে চাই।’

ভোটকেন্দ্র থেকে অন্য প্রার্থীদের এজেন্ট বের করে দেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘যারা অভিযোগ করেছেন আমার কর্মীরা তাদের এজেন্ট বের করে দিচ্ছেন। তাদের জিজ্ঞেসা করুন কোনো বুথ থেকে তাদের এজেন্টকে কখন বের করে দিয়েছে।’

সারাবাংলা/জেজে/এনএস

ঢাকা-১৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মো. মাইনুল হোসেন খান নিখি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর