Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ভোটবর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৪ ১৫:১৪ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৪ ১৫:১৭

টাঙ্গা‌ইল: টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু ভোটবর্জনের ঘোষণা দিয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) দুপুরে গোপালপুর উপ‌জেলার ঝাওয়াইল বাজারের নির্বাচন অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, নৌকার কর্মী ও সমর্থকরা ঈগল প্রতীকের কর্মীদের ব্যাপক মারধর করেছে। ঈগলের এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে দেয়নি। অনেকের উপর সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে তাদেরকে আহত করেছে। স্থানীয় প্রশাসনকে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার মেলেনি। জেলার পু‌লিশ সুপার‌কে বারবার ফোন কর‌লেও তি‌নি ফোন রি‌সিভ ক‌রে‌ননি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান তালুকদার, ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তালুকদারসহ অনান্য নেতাকর্মীরা।

সারাবাংলা/ইআ

টাঙ্গাইল-২ আসন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভোট বর্জন স্বতন্ত্র প্রার্থী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর