ঢাকা-৮: পোলিং এজেন্ট জানেন না প্রার্থীর নাম
৭ জানুয়ারি ২০২৪ ১৪:০১ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৪ ২০:১২
ঢাবি: ঢাকা-৮ আসনে সর্বমোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও এই আসনের আওয়তাভুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রগুলোর বুথেই আছেন কেবল দুইজন প্রার্থীর পোলিং এজেন্ট। এসব কেন্দ্রে নৌকার প্রার্থী আ ফ ম বাহাউদ্দীন নাছিম এবং ফুলের মালার প্রার্থী মোস্তাফিজুর রহমানের পোলিং এজেন্ট ছাড়া কাউকে দেখা যায়নি। আবার ফুলের মালার প্রার্থীর এজেন্টদের অনেকেই গলায় থাকা কার্ড না দেখে বলতে পারছেন না প্রার্থীর নাম। জানেন না প্রার্থীর রাজনৈতিক দল সম্পর্কেও।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট শুরু হওয়ার পর থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত এই চিত্রের দেখা মেলে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে থাকা ৯টি কেন্দ্রে।
সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে রয়েছে ৩টি কেন্দ্র। এই কেন্দ্রগুলোতে মোট ভোটার সংখ্যা ৭ হাজার ২৭২ জন। তিনকেন্দ্রের সর্বমোট ২০টি বুথেই আছে নৌকার প্রার্থী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম এবং ফুলের মালা প্রতীকের প্রার্থী বাংলাদেশ তরিকত ফেডারেশনের মুহাম্মদ মোস্তাফিজুর রহমানের পোলিং এজেন্ট।
কয়েকটি বুথে ফুলের মালার প্রার্থীর পোলিং এজেন্টকে প্রার্থীর নাম জিজ্ঞেস করা হলে কেউকেউ প্রার্থীর নামই বলতে পারেননি, আবার কেউ দিয়েছেন ভুল প্রার্থীর নাম। এদের মধ্যে কয়েকজনকে গলায় ঝুলিয়ে রাখা কার্ড তৎক্ষণাৎ দেখে প্রার্থীর নাম বলতে দেখা যায়।
কার্জন হল পরীক্ষা কেন্দ্র, উদয়ন স্কুল কেন্দ্র, সায়েন্স অ্যানেক্স ভবন কেন্দ্রসহ আরও কয়েকটি কেন্দ্রেও একই চিত্রের দেখা মেলে। এই কেন্দ্রগুলোর বাইরে নৌকার প্রার্থী বাহাউদ্দীন নাছিমের কয়েকজন কর্মী-সমর্থক ও এজেন্টের দেখা গেলেও অন্যকোনো প্রার্থীর এমন কাউকেই দেখা যায়নি।
এদিকে, সকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কেন্দ্রগুলোতে ঢিলেঢালাভাবে চলছে ভোট। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে থাকা সর্বমোট ৯টি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি অপেক্ষাকৃত কম। তবে বেলা বাড়তেই ধীরে ধীরে বাড়ছে ভোটারের উপস্থিতি।
বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে থাকা ৯টি কেন্দ্রে সর্বমোট ভোটারের সংখ্যা প্রায় ২৩ হাজার। এই আসনে নির্বাচন করতে প্রতীক বরাদ্দ পেয়েছেন ১০ জন প্রার্থী। আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীক পেয়ে নির্বাচন করছেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম। এছাড়া আম প্রতীক নিয়ে ন্যাশনাল পিপলস পার্টির মো. আবুল কালাম জুয়েল, মোমবাতি প্রতীক নিয়ে বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের এস এম সরওয়ার, ছড়ি প্রতীক নিয়ে সাংস্কৃতিক মুক্তিজোটের মো. রাসেল কবির, একতারা প্রতীক নিয়ে সুপ্রিম পার্টির খন্দকার এনামুল নাছির, লাঙল প্রতীক নিয়ে জাতীয় পার্টির মো. জুবের আলম খান, সোনালী আঁশ প্রতীক নিয়ে তৃণমূল বিএনপির এম এম ইউসুফ, ফুলের মালা প্রতীক নিয়ে বাংলাদেশ তরিকত ফেডারেশনের মুহাম্মদ মোস্তাফিজুর রহমান, টেলিভিশিন প্রতীক নিয়ে ন্যাশনালিস্ট ঐক্যফ্রন্টের মো. সাইফুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সারাবাংলা/আরআইআর/এনএস