জাল ভোট দিতে গিয়ে যুবক আটক, আরেক কেন্দ্র বন্ধ
৭ জানুয়ারি ২০২৪ ১৩:৪৩ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৪ ২০:১৩
বরিশাল: ঝালকাঠি-২ আসনের সদর উপজেলার পাকমোহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে এক যুবক আটক হয়েছেন। এদিকে জাল ভোটের কারণে একই আসনের নলছিটি উপজেলার মগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে।
রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ওই যুবককে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডিত যুবকের নাম মোহাম্মদ মেহেদী হাসান হাওলাদার। তিনি সদর উপজেলার পাক মোহর গ্রামের তোফাজ্জল হোসেন হাওলাদারের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট তাসলিমা আক্তার জানান, মোহাম্মদ নাসির উদ্দিন নামে এক ব্যক্তি জাল ভোট দিতে এসে যাচাই-বাছাইয়ে আটক হয়েছেন। জাল ভোটের বিষয়টি নিশ্চিত হওয়ার পর যুবকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
অপরদিকে নির্বাচনে জালভোট দেওয়া ঘটনায় একই আসনের নলছিটি উপজেলার মগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে। রোববার সকাল ১১টায় কেন্দ্রটি বন্ধ করা হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ফারাহ্ গুল নিঝুম বিষয়টি নিশ্চিত করেছেন।
সারাবাংলা/জিএমএস/এনএস