মেঘদের দখলে আরও একটি দিন
২২ মে ২০১৮ ০৯:৪৩ | আপডেট: ২২ মে ২০১৮ ১০:৩৩
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।
জ্যৈষ্ঠ মাসের সাতটি দিন পার হয়ে আজ জ্যৈষ্ঠের আট তারিখ। যথারীতি আজও আকাশ মেঘের দখলে। মেঘের আনাগোনা দেখে মনে হয়, সূর্য যেভাবে মেঘের সঙ্গে প্রতিদিনের প্রতিযোগিতায় হেরে যাচ্ছে। বাংলাদেশ না বারোমাসি বর্ষার দিন হয়ে যায়!
আজ সকালের আকাশ শতভাগ মেঘের দখলে ছিল। আবহাওয়ার পূর্বাভাস বলছে বেলা বাড়লে নাকি মেঘ করবে। এমনকি আকাশের দিকে তাকালে যে কেউ মেঘদের দৌড়ে পালাতে দেখবেন। কিন্তু ওই যাওয়া মানে প্রস্থান নয়। আকাশের ভাণ্ডারে এখনও অনেক মেঘ। একদল গেলে আরেক দল আসবে। সব মিলিয়ে কম করে হলেও ৮৯ শতাংশ মেঘ আকাশ জুড়ে থাকবে।
এত মেঘ আর বৃষ্টির মধ্যেও গরম একদম অদম্য গতিতে বেড়ে গেছে। আজ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যাবে। সত্যিকার অনুভূতি হবে ৪০ ডিগ্রির বেশি। কমলেও ২৭ ডিগ্রির নিচে নামছে না। তখনও সেই গায়ে বেশি বেশিই গরম লাগবে।
আকাশ জুড়ে যখন মেঘ আছে মেঘ ভেঙ্গে বৃষ্টি হবে এ আর অজানা কী? হবে বৃষ্টি, যখনই সুযোগ পাবে নেমে যাবে। মাঝে মধ্যে বজ্র বৃষ্টি হবে। অফিস যারা ইতোমধ্যে ঢুকে গিয়েছেন তাদের সন্ধ্যা পর্যন্ত শান্তি। কোনোভাবে যদি রোদ উঠে যা তাহলে শুধু রোদের গরমে কষ্ট পাবেন। আবার বৃষ্টি নামলে গরম, কাদা, জল সব কিছুতে কষ্ট পাবেন।
এরকম উষ্ণ-আর্দ্র দিনটি সাবধানে কাটুক।
সারাবাংলা/এমএ
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook