Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেশিরভাগ জেলাতে ভোট স্বাভাবিক হচ্ছে না: জি এম কাদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৪ ১৩:১১ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৪ ১৩:৫৯

রংপুর: রংপুর ছাড়া দেশের বেশিরভাগ জেলাতেই ভোট স্বাভাবিক হচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের প্রার্থী গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

রোববার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রংপুর-৩ আসনের সেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পর্যবেক্ষণের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ভোট স্বাভাবিক হচ্ছে না উল্লেখ করে জি এম কাদের বলেন, ‘ভোট স্বাভাবিক হবে না, সেই ধরনের একটা আবহাওয়া তৈরি করা হচ্ছে সেইসব জায়গায়। সব জায়গার খবর এখনও পাইনি। আশা করেছিলাম ভোটটা স্বাভাবিক হবে কিন্তু রংপুর ছাড়া বেশিরভাগ জায়গায় ভোট স্বাভাবিক হচ্ছে না।’

জি এম কাদের বলেন, ‘জামালপুর-কুমিল্লাসহ বিভিন্ন জায়গায় আমাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বলে খবর পেয়েছি। যে পুরোনো কায়দায় আওয়ামী লীগ ভোটকেন্দ্র দখল করে ভোট ডাকাতির নির্বাচন করে, এবারও সেটাই করা হচ্ছে।’

তিনি বলেন, ‘আমাদের বারবার আশ্বস্ত করা হয়েছিল যে এমন কোনো ঘটনা ঘটবে না। কিন্তু অলরেডি সকাল থেকে আমি তিনটা ঘটনা জেনেছি যে, ভোট ডাকাতির নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সবসময় আমাদের আশঙ্কা ছিল যে, নির্বাচনে নিয়ে এসে আমাদের কোরবানি করা হবে। কোরবানি করে নির্ভেজাল, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হবে। এসব আশঙ্কা সত্যি হয় কি না- বিকেল হলেই বোঝা যাবে।’

২০১৮ সালের নির্বাচনের পুনরাবৃত্তি হচ্ছে কিনা, এর জবাবে তিনি বলেন, ‘এখন পর্যন্ত কিছু কিছু নমুনা দেখা যাচ্ছে। কারণ তাদের লোকবল বেশি। প্রশাসন তাদের সঙ্গে পরোক্ষভাবে আছে। অনেক জায়গায় কোথাও বাধা দিচ্ছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। এরকম তারা করে যাচ্ছে। যতদূর খবর পেয়েছি এতে আমরা উদ্বিগ্ন।’

বিজ্ঞাপন

জি এম কাদের বলেন, ‘দিন শেষে জাতীয় পার্টির শঙ্কা যদি সত্যি হয়, তাহলে দলের অবস্থান কী হবে সেটা তখন বলবো। আগে থেকে কিছু বলতে চাই না। আমরা সার্বিক পরিস্থিতি দেখে দলের নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবো।’

এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর মহানগরের সভাপতি সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও

জি এম কাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভোট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর