‘বৃদ্ধ থেকে তরুণ ভোটার, গাজীতেই আস্থা সবার’
৭ জানুয়ারি ২০২৪ ১২:৫৬ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৪ ১৭:২৮
রূপগঞ্জ থেকে: এবারই প্রথমবারের মতো ভোট দিয়েছেন শিক্ষার্থী বর্ষা আকতার। বাড়ি আমলাব। ভোট দিতে এসেছিলেন টেংরারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। দারুণ আনন্দিত কণ্ঠে তিনি জানান, প্রথমবারের মতো ভোট দিয়ে অনেক খুশি। দুই ঘণ্টা অপেক্ষা করতে হলেও মনে উত্তেজনা ছিল।
রোববার (৭ জানুয়ারি) সকালে কেমন জনপ্রতিনিধি চান জানতে চাইলে তিনি বলেন, ‘যিনি এলাকার উন্নয়ন করেন এমন সংসদ সদস্য চাই। পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এলাকার অনেক উন্নয়ন করেছেন।
তিনি বলেন, ‘গাজী সাহেব এলাকার চেহারা বদলে দিয়েছেন। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নয়ন করায় এলাকার চেহারা বদলে গিয়েছে। ফ্লাইওভার, নতুন নতুন রাস্তাঘাট হয়েছে অনেক। আমার ভোট আমি তাকেই দিয়েছি।’
আমলাবেরই আরেক তরুণ ২৩ বছরের শাহরিয়ার। প্রথমবার ভোট দিয়ে অনেক আনন্দিত। বললেন, ‘উন্নয়ন করবেন, দেশের জন্য ভালো হবেন এমন সংসদ সদস্য চান।’ গোলাম দস্তগীর গাজীর সময়ে এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে তাই গাজীর উপরেই ভরসা রেখেছেন তিনি।
কী উন্নয়ন হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘গ্রামের দিকে কাঁচা রাস্তা পাকা হয়েছে, বিদ্যুৎ সংযোগ গিয়েছে সব জায়গায়। কিছু এলাকায় গ্যাসেরও সংযোগ পৌঁছে গেছে। এছাড়াও হয়েছে কর্মসংস্থান।’ তাই এবার নৌকা প্রতীকে গাজীতেই আস্থা রাখছেন তিনি।
অন্যদিকে লাঠি ভর দিয়ে কাঁপতে কাঁপতে ভোট দিতে এসেছেন ৮০ বছরের রহিমা খাতুন। আজীবন ভোট দিয়েছেন, তাই নাতির হাত ধরে আজও ভোট দিতে এসেছেন।
সিংলাবে’র আসাদ ও ফাতেমা দম্পতি ভোট দিতে এসেছেন টেংরারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। জানালেন, ১৫ বছর পর ভোট দিতে এসেছেন। ভোট দিয়ে খুব ভালো লাগছে।
এতদিন ভোট না দেওয়ার কারণ জানতে চাইলে বলেন, ‘দেশের বাইরে থাকায় ভোট দেননি, তাই তার স্ত্রীও আসেননি।’
টানা তিন মেয়াদে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর প্রতি এমন মনোভাব ভোটারসহ এলাকাবাসী অনেকেরই। তারা বলছেন, তিনি রূপগঞ্জের চেহারাই পালটে দিয়েছেন।
এদিকে রূপগঞ্জে ভোটের মাঠও বেশ জমজমাট। সকাল থেকেই এখানকার বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। দুপুর ১২টা নাগাদ ভোটগ্রহণের অর্ধেক সময় পার হতে হতেই বিভিন্ন কেন্দ্রে ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ভোট পড়েছে বলে জানা গেছে কেন্দ্রসংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে।
এই নির্বাচনে গোলাম দস্তগীর গাজীর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আট জন। তবে আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়া ও তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকারের সঙ্গেই বোটের তার মূল লড়াই হবে বলে মনে করছেন সবাই।
সারাবাংলা/আরএফ/এমও