ভোট দিয়েই ঢলে পড়লেন মৃত্যুর কোলে
৭ জানুয়ারি ২০২৪ ১২:০১ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৪ ২০:১৪
রূপগঞ্জ থেকে: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ আসনে ভোট দিতে কেন্দ্রে গিয়েছিলেন অশীতিপর মো. ফজলু মিয়া। ভোট দিয়ে বের হয়েই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তিনি।
রোববার (৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে রূপগঞ্জের পাইসকা বাসুন্দা ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা এমদাদুল হক রাব্বানি তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
মৃত ফজলু মিয়া ভোলাবো ইউনিউয়নের পাইকসা গ্রামের বাসিন্দা। তার বাবা মৃত হোসেন আলী। তার বড় ভাই আব্দুস সাদেক মাস্টার ও ছেলে আবদুল গাফফার সারাবাংলাকে জানান, সকাল থেকেই ভোটকেন্দ্রে যাওয়ার জন্যে প্রস্তুত হয়ে ছিলেন ৮০ বছর বয়সী ফজলু মিয়া। সকাল সাড়ে ১০টার দিকে তিনি ভোট দিতে ৭ নম্বর পাইসকা বাসুন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যান। ভোট দেওয়ার পর ভোটকক্ষেই তিনি লুটিয়ে পড়েন। পরে বাড়ি নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান সজীব বলেন, ভোটকেন্দ্রের ভেতরেই অসুস্থবোধ করে লুটিয়ে পড়েন ফজলু মিয়া। পরে সবাই মিলে তাকে রিকশায় উঠিয়ে বাড়ি নিয়ে যায়। পরে খবর পেয়েছি, তিনি মারা গেছেন।
এ খবরে নারায়াণগঞ্জ-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী গোলাম দস্তগীর গাজী শোক জানিয়েছেন।
সারাবাংলা/এসবিডিই/এজেডএস