Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটারদের কেন্দ্রে যেতে বাধা, বিএনপি-পুলিশ সংঘর্ষ

সারাবাংলা টিম
৭ জানুয়ারি ২০২৪ ১১:৪৩ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৪ ২০:১৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, ভোটকেন্দ্রে ভোটারদের যাবার সময় বিএনপির নেতাকর্মীরা বাধা দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তাদের ওপর আক্রমণ করা হয়েছে।

রোববার (৭ জানুয়ারি) সকালে নগরীর মৌলভী পুকুর পাড় ও হাজী শরাফতউল্লাহ পেট্রোল পাম্প এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া হামিদচর, মাজার রোড এলাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ভোটারদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

মৌলভীপুকুর পাড় এলাকায় এক ভোটার সারাবাংলাকে বলেন, ‘বিএনপির সন্ত্রাসীরা রাতভর এখানে বিভিন্ন জায়গায় ককটেল নিক্ষেপ করেছে। সকালে ভোটগ্রহণ শুরুর পর বিএনপির নেতাকর্মীরা খণ্ড খণ্ডভাবে বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে ভোটকেন্দ্রে আসা ভোটারদের ভয়ভীতি দেখাতে শুরু করেন। আমরা কয়েকজন মিলে ভোটারদের কেন্দ্রে আনতে গেলে তারা আমাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ এখানে এলে তারা পালিয়ে যায়।’

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির সারাবাংলাকে বলেন, ‘মৌলভীপুকুর পাড় এলাকায় অলি-গলিতে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। তারা ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দিচ্ছে। খবর পেয়ে আমরা সেখানে গেলে তারা আমাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। আমরা তাদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।’

নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) পঙ্কজ দত্ত সারাবাংলাকে বলেন, ‘শরাফত উল্লাহ পেট্রোল পাম্প এলাকায় সড়কে আগুন লাগিয়ে বিক্ষোভ হয়েছে। আমরা গিয়ে তাদের ধাওয়া দিই। তখন তারা আমাদের ওপর আক্রমণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করা হয়।’

বিজ্ঞাপন

বিএনপি দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করে সারাদেশে ৪৮ ঘন্টার হরতালের ডাক দিয়েছে। হরতাল শুরুর পর শনিবার রাতে নগরীর চান্দগাঁও এলাকায় ভোটের সরঞ্জাবাহী একটি বাস ও দুটি অটোরিকশায় আগুন দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া ভোটের দিন রোববার সকালে নগরীর বায়েজিদ বোস্তামি থানার রুবি গেইট এলাকায় একটি মিনিট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সারাবাংলা/আইসি/এসএন/আরডি/ইআ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপি-পুলিশ সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর