Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জ-৩ আসনে নৌকার সমর্থককে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৪ ১১:৪৬ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৪ ১৩:০০

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ-৩ আসনের জিল্লুর রহমান (৪০) নামে এক নৌকা সর্মথককে কুপিয়ে হত্যা করা হয়েছে। অভিযোগ উঠেছে, কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. ফয়সাল বিপ্লবের সর্মথকরা তাকে কুপিয়ে হত্যা করেছেন।

রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার টেঙ্গর এলাকায় এই হত্যার ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে মিরকাদিম পৌরসভা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

পরিস্থিতি মোকাবেলায় বিজিপি ও পুলিশের অতিরিক্ত সদস্যদের মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা রিটানিং অফিসার মো. আবু জাফর রিপন।

নিহাতের স্ত্রী রেহেনা বেগমের দাবি, স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীকের সমর্থক মিরকাদিম পৌরসভার সাবেক পৌর মেয়র মো. শহিদুল ইসল শাহীন ও পৌর কাউন্সিলর মো. লিটনের নেতৃত্বে নৌকা সর্মথক জিল্লুর রহমানকে হত্যা করা হয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় তায় এনে কঠোর শাস্তির দাবি জানান তিনি।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে জেলা রিটার্নিং অফিসার মো. আবু জাফর রিপন বলেন, ‘হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তদন্ত করে সবাইকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।’

সারাবাংলা/এমও

কুপিয়ে হত্যা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নৌকার সমর্থক মুন্সীগঞ্জ-৩