Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রগুলোতে চলছে ঢিলেঢালা ভোট

ঢাবি করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৪ ১১:৩১ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৪ ১৩:০১

ঢাবি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে থাকা কেন্দ্রগুলোতে ঢিলেঢালাভাবে চলছে ভোট। বিশ্ববিদ্যালয়ে থাকা সর্বমোট ৯টি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি অপেক্ষাকৃত কম। তবে বেলা বাড়ার সঙ্গে ধীরে ধীরে বাড়ছে ভোটারের উপস্থিতি।

রোববার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে থাকা কেন্দ্রগুলো ঘুরে দেখা যায়— ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের তিনটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি অন্যকেন্দ্রগুলোর তুলনায় বেশি। তবে সায়েন্স এনেক্স ভবন, কার্জন হল, উদয়ন কলেজসহ অন্যকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি অপেক্ষাকৃত কম।

বিজ্ঞাপন

কেন্দ্রগুলোর দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার এবং পোলিং এজেন্টদের দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কার্জন হল কেন্দ্রের সর্বমোট ২ হাজার ৪৭৯ ভোটারের মধ্যে বেলা সাড়ে ১০টার আগ পর্যন্ত ভোট পড়েছে গড়ে ১২ থেকে ১৫টি। ২ হাজার ১২ জন ভোটারের সায়েন্স এনেক্স ভবন কেন্দ্রে ৪৫ থেকে ৫০টি, ২ হাজার ৪২৮ জন ভোটারের আর্থ এন্ড এনভায়রনমেন্টাল অনুষদ কেন্দ্রে ১৫০ থেকে ১৬০টি, ২ হাজার ২০৬ জন ভোটারের উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪০ থেকে ৫০টি, ২ হাজার ১০ জন ভোটারের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি কেন্দ্রে ৪০ থেকে ৪৫টি, ১ হাজার ১৩৯ ভোটারের চারুকলা অনুষদের স্কুল ভবন কেন্দ্রে ৪০ থেকে ৫০টি এবং ৭ হাজার ২৭২ জন ভোটারের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের তিনটি কেন্দ্রে গড়ে ভোট পড়েছে ২৪০ থেকে ২৬০টি ভোট।

দায়িত্বরত প্রিজাইডিং অফিসাররা জানিয়েছেন, বেলা বাড়তেই ভোটারও বাড়ছে।

কার্জন হল পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার বলেন, ‘এই কেন্দ্রে মূলত বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলের শিক্ষার্থীরাই ভোটার। তাদের অনেকেই সাবেক হয়ে গেছেন, অনেকেই কর্মক্ষেত্রে আছেন। সে হিসেবে ভোটার সংখ্যা কম। তবুও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।’

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে থাকা ৯টি কেন্দ্রে সর্বমোট ভোটারের সংখ্যা প্রায় ২৩ হাজার। এই আসনে নির্বাচন করতে প্রতীক বরাদ্দ পেয়েছেন ১০ জন প্রার্থী। এ আসনে আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীক পেয়ে নির্বাচন করছেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম। এছাড়া আম প্রতীক নিয়ে ন্যাশনাল পিপলস পার্টির মো. আবুল কালাম জুয়েল, মোমবাতি প্রতীক নিয়ে বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের এস এম সরওয়ার, ছড়ি প্রতীক নিয়ে সাংস্কৃতিক মুক্তিজোটের মো. রাসেল কবির, একতারা প্রতীক নিয়ে সুপ্রিম পার্টির খন্দকার এনামুল নাছির, লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির মো. জুবের আলম খান, সোনালী আঁশ প্রতীক নিয়ে তৃণমূল বিএনপির এম এম ইউসুফ, ফুলের মালা প্রতীক নিয়ে বাংলাদেশ তরিকত ফেডারেশনের মুহাম্মদ মোস্তাফিজুর রহমান ও টেলিভিশন প্রতীক নিয়ে ন্যাশনালিস্ট ঐক্যফ্রন্টের মো. সাইফুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সারাবাংলা/আরআইআর/এমও

ঢাকা বিশ্ববিদ্যালয় ঢিলেঢালা ভোট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর