Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী মসিউর রহমান রাঙ্গাঁ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৪ ১১:১২ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৪ ২০:১৫

রংপুর: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানিয়েছেন রংপুর-১ আসনের বর্তমান সংসদ সদস্য, জাতীয় পার্টির সাবেক মহাসচিব (বর্তমানে বহিস্কৃত) ও বিরোধী দলীয় চীফ হুইপ মসিউর রহমান রাঙ্গাঁ।

রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় রংপুর-১ আসনের নির্বাচনি এলাকার গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের গঙ্গাচড়া গার্লস স্কুল কেন্দ্রে ভোট দেন তিনি।

মশিউর রহমান রাঙ্গাঁ লাঙ্গল প্রতীকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হলেও এবারে স্বতন্ত্র প্রাথী হিসেবে ট্রাক প্রতীকে নির্বাচনে লড়ছেন।

ভোট দিয়ে মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘আমি গংগাচড়াবাসীর উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করেছি। প্রত্যাশিত উন্নয়ন করেছি। গংগাচড়াবাসী আজকে তাদের মূল্যবান ভোট দিয়ে পুণরায় জয়ী করবেন এই বিশ্বাস আমার আছে।’

এ সময় তিনি গংগাচড়াবাসীকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। পরে তিনি অন্যান্য ভোট কেন্দ্র পরিদর্শনে যান।

রংপুর-১ (গংগাচড়া-সিটির আংশিক) আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। জাতীয় পার্টির হোসেন মকবুল শাহরিয়ার লাঙ্গল, বাংলাদেশ ওয়ার্কাস পার্টির বখতিয়ার হোসেন হাতুড়ি, তৃণমূল বিএনপির বদরুদ্দোজা চৌধুরী সোনালী আঁশ, ন্যাশনাল পিপলস পার্টির হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের শ্যামলী রায় ডাব, স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলু কেটলি, মশিউর রহমান রাঙ্গা ট্রাক, শাহিনুর রহমান ঈগল, মোশাররফ হোসেন মোড়া প্রতীকে লড়ছেন।

এই আসনে মোট ভোটার তিন লাখ ৩২ হাজার ২১৯ জন ভোটার, এর মধ্যে নারী ভোটার এক লাখ ৬৫ হাজার ৩৫ জন, পুরুষ ভোটার এক লাখ ৬৭ হাজার ১৮২ জন। হিজড়া ভোটার রয়েছে ২ জন। ১২৩ কেন্দ্রে ৬৬৬ টি কক্ষে এই ভোট অনুষ্ঠিত হচ্ছে।

বিজ্ঞাপন

এই আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু। আসন সমঝোতায় আওয়ামী লীগ তাদের দলীয় প্রার্থী প্রত্যাহার করে নিয়েছেন। ভোটযুদ্ধে এ আসনে ৯ জন নির্বাচনি লড়াইয়ে থাকলেও মূলত ‘লাঙ্গল’ প্রতীকের প্রার্থীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর ‘কেটলি’ ও ‘ট্রাক’ প্রতীকের প্রতিদ্বন্দ্বিতা হবে।

সারাবাংলা/ইআ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মসিউর রহমান রাঙ্গাঁ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর