Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সকাল সকাল পরিবার নিয়ে ভোট দিয়েছেন মেয়র তাপস

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৪ ১১:১১ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৪ ১১:৫২

ঢাকা: স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে সকাল পৌনে ৯টায় ভোট দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। নৌকা মার্কায় ভোট দিয়েছেন জানিয়ে তিনি সব ভোটারকে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় ধানমন্ডি ৭/এ-তে অবস্থিত ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজে ভোট দেন তিনি। এরপর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মেয়র তাপস।

মেয়র বলেন, ‘ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ আমার কেন্দ্র। অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আমি আমার ভোট দিলাম। আমি নৌকা মার্কায় ভোট দিয়েছি, আমরা বিজয় আশা করছি। ইনশাআল্লাহ আবারও নৌকার বিজয় হবে।’

মেয়রের সঙ্গে তার সহধর্মিণী আফরিন তাপস, ছোট ছেলে প্রথমবারের ভোটার শেখ ফজলে নাশওয়ান উপস্থিত ছিলেন।

মেয়রের সহধর্মিণী আফরিন তাপস বলেন, ‘আমরা উৎসাহ-উদ্দীপনা নিয়েই এই সকালে ভোট দিতে এসেছি। আমি টিচার্স ট্রেনিং কলেজে ফেরদৌস আহমেদকে নৌকা মার্কায় ভোট দেব। বিজয় আমাদের হবেই, ইনশাআল্লাহ।’

প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করার উদ্দীপনা ও আবেগ জানাতে গিয়ে মেয়রের ছোট ছেলে শেখ ফজলে নাশওয়ান গণমাধ্যমকে বলেন, ‘আমি প্রথমবারের মতো ভোটার হয়েছি। আমার কেন্দ্র টিচার্স ট্রেনিং কলেজে। আমার ভোট নৌকা মার্কায় দেব।’

সারাবাংলা/আরএফ/এমও

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নৌকা মার্কা ভোট মেয়র তাপস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর