Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মনিরামপুরে ঈগলের ২ কর্মীকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৪ ১০:৫৪ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৪ ২০:১৫

যশোর: যশোর-৫ আসনের নির্বাচনি এলাকা মনিরামপুরের একটি ভোট কেন্দ্রে ঈগল প্রতীকের দুই সমর্থককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে মনিরামপুর উপজেলার কৃষ্ণবটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার খেদাপাড়া কৃষ্ণবাটি গ্রামের বাসিন্দা মশিয়ার রহমান ও সাধন দাস।

মশিউর রহমান জানান, আমি ঈগল প্রতিকের কর্মী। ঈগলে সমর্থন করার কারণে দা দিয়ে কোপ দিয়ে হাত কেটে দিয়েছে নৌকার সমর্থকরা।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রেজাউল হোসেন বলেন, ‘বিষয়টি এখনও আমাদের জানা নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/ইআ

কুপিয়ে জখম মনিরামপুর

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর