কেন্দুয়া-কেন্দুয়াপাড়া তিন কেন্দ্রে ভোটারদের উপচে পড়া ভিড়
৭ জানুয়ারি ২০২৪ ১০:৫৭ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৪ ২০:১৫
কাঞ্চন, রুপগঞ্জ থেকে: সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরুর প্রথম দেড় ঘণ্টায় নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কাঞ্চন পৌরসভা এলাকার কেন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কেন্দুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত ৩ টা ভোট কেন্দ্রে বিপুল সংখ্যক ভোটার উপস্থিত লক্ষ্য করা গেছে। শান্তিপূর্ণ পরিবেশ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
সকাল সোয়া ৮ টায় কেন্দুয়াপাড়া সরকারি প্রার্থমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় ভোটারদের দীর্ঘ সারি। সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে তারা ভোট কক্ষে ঢুকছেন এবং পছন্দের প্রতীকে ভোট দিয়ে যার যার গন্তব্যে চলে যাচ্ছেন।
কেন্দুয়াপাড়া সরকারি প্রথামিক বিদ্যালয় গেটে কথা হয়, সত্তরোর্ধ্ব রহিমা বেগমের সঙ্গে। এ প্রতিবেদককে তিনি বলেন, ‘ভোট দিতে পেরে ভালো লাগছে। কোনো সমস্যা হয়নি। পুলিশ এবং আনসার সদস্যরা খুব ভালো ব্যবহার করেছে। ভোট কক্ষ চিনিয়ে দিয়েছে। ভেতরে যারা আছে (সহাকারী প্রিসাইডিং ও পোলিং অফিসার) উনারাও খুব সহায্য করেছে।’
কথা হয় ভোট কেন্দ্রে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক এস আই আবু হানিফের সঙ্গে। সারাবাংলাকে তিনি বলেন, আমার সঙ্গে একজন পুলিশ সদস্যসহ ১২ জন আনসার দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত চমৎকার পরিবেশ ভোট গ্রহণ চলছে। আশা করি কোনো সমস্যা হবে না।’
একই স্কুলে স্থাপিত ৩৭ নং কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশের আরেক উপ-পরিদর্শক ফারুক আহমেদ সারাবাংলাকে বলেন, আমিও সমসংখ্যক জনবল (একজন পুলিশ সদস্য ও ১২ জন আনসার সদস্য) নিয়ে দায়িত্ব পালন করছি। চমৎকার পরিবেশে ভোট গ্রহণ চলছে। কোনো সমস্যা এখন পর্যন্ত হয়নি। ভোটার। আশা করি পুরো দিনটাই এমন যাবে।’
৩৭ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. শাহ আলম সারাবাংলাকে বলেন, ‘শীতের সকাল হিসেবে ভোটার উপস্থিতি সন্তোষজনকই বলা যায়। প্রথম এক ঘণ্টায় যে পরিমাণ ভোটার এসেছেন, তাতে মনে হচ্ছে কাঙ্ক্ষিত মাত্রার কাছাকাছি ভোট কাস্ট হবে।’
শাহ আলমের দেওয়া তথ্যমতে, কেন্দুয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত ৩৭ নম্বর কেন্দ্রে ভোট ভোটার ১৯৮৬ জন। সকাল সাড়ে ৯ টা পর্যন্ত প্রথম দেড় ঘণ্টা এ কেন্দ্রে ভোট পড়েছে দেড় শতাধিক।
একই স্কুলে স্থাপিত ৩৬ নম্বর কেন্দ্রে ভোটার সংখ্যা ৩৮০১ জন। এ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শাহ সাইফুল আলম সারাবাংলাকে বলেন, ‘ভোট শুরুর আগেই কেন্দ্রের সামনে দীর্ঘ লাইন পড়েছে। প্রথম ঘণ্টায় ৮টা বুথে দুই শতাধিক ভোট কাস্ট হয়েছে। এটাকে সন্তোষজনক উপস্থিতি বলা যেতে পারে।’
কেন্দুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে কেন্দুয়া সকরারি প্রাথমিক বিদ্যায়ে স্থাপিত ভোট কেন্দ্র নম্বর ৩৩। সকাল ৯ টায় এ কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোট কক্ষের সামনে ভোটারদের দীর্ঘ সারি। এ কেন্দ্রে ভোট রয়েছে ২৭৪৫টি। দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত ১৩৭২টি ভোট কাস্ট হয়েছে।
৩৩ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আসিফ মাহমুদ সারাবাংলাকে বলেন, ‘ভোটার উপস্থিতি এখন পর্যন্ত সন্তোষজনক বলা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতিও বাড়বে বলে আশা করছি। সামগ্রিক পরিবেশ-পরিস্থিতিও ভালো রয়েছে। সবার সহযোগিতা থাকলে সুন্দর মতোই ভোটগ্রহণ শেষ করতে পারব বলে আশা করছি।’
এছাড়া ভোলাব ইউনিয়নের টাওরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোলাব শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, ভোলাব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আতলাপুর কে এ ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চারিতালুক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা গেছে ভোটারদের উপচে পড়া ভিড়।
একই ইউনিয়নের পাইস্কা বাসুন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কেটলি ও নৌকার সমর্থকদের মধ্যে সৃষ্ট উত্তেজনায় কাইয়ুম নামে নৌকার এক সমর্থক আহত হওয়ার অভিযোগ মিলেছে। পরে উপস্থিত পুলিশের হস্তক্ষেপে বিষয়টি বেশিদূর গড়ায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে প্রথম দেড় ঘণ্টয় দুই শিক্ষা প্রতিষ্ঠানের ৩টি কেন্দ্রের ১৮টি বুথ পরিদর্শনকালে কোনো অপ্রীতিকর ঘটা চোখে পড়েনি। চমৎকার পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে। কেন্দ্রের বাইরে নির্দিষ্ট দূরত্বে প্রার্থীদের কর্মীরা ভোট স্লিপ দিয়ে ভোটারদের সহযোগিতা করছেন। ভোটার ছাড়া কেউ কেন্দ্রে ঢুকতে পারছেন না।’
সারাবাংলা/ এজেড/এসবিডিই/এজেডএস