Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভোট দিতে ভালোই লাগে, ভোট হলে ভালোই হয়’

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৪ ০৯:৩২ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৪ ২০:১৬

ঢাকা: কনকনে ঠান্ডা বাতাস আর শীত উপেক্ষা করে অসুস্থ শরীর নিয়ে ভোট কেন্দ্রে হাজির হয়েছেন রহিমা। নিজে একা চলতে পারেন না, দুজনের সাহায্য নিয়ে চলে এসেছেন নাগরিক অধিকার প্রয়োগ করতে। ভোট দেওয়ার পর তিনি বলেন, ভোট দিতে ভালোই লাগে, ভোট হলে ভালোই হয়।

রোববার (৭ জানুয়ারি) রাজধানীর বাংলা স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ষাটোর্ধ্ব বৃদ্ধা ভোট দেওয়ার পর সারাবাংলার সঙ্গে নিজের প্রতিক্রিয়ায় এমন কথা বলেন।

বিজ্ঞাপন

এদিন সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। রাজধানীর বাংলা স্কুল এন্ড কলেজ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সালমান উদ্দিন আহমেদ সারাবাংলাকে জানান, এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৪৪০ জন। সাতটি বুথে ভোটাররা নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।

সংসদীয় আসন ১৮৯ ঢাকা- ১৬ আসন: ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়ার্ড- ২, ৩, ৫ ও ৬ নিয়ে গঠিত।

ঢাকা – ১৬ আসনে মোট ভোটার ৩ লাখ ৮৮ হাজার ২৪১ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৯৫ হাজার ৬৯০ জন আর নারী ভোটার ১ লাখ ৯২ হাজার ৫৪২ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার (হিজড়া) ৯ জন। মোট ভোট কেন্দ্র ১৩৭টি।

ঢাকা – ১৬ আসনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের নৌকা প্রতীকে ইলিয়াস উদ্দিন মোল্লা (বর্তমান এমপি), জাতীয় পার্টির লাঙল প্রতীকে আমানত হোসেন, ন্যাশনালিষ্ট ফ্রন্ট-বিএনএফের টেলিভিশন প্রতীকে সজীব কায়সার, বাংলাদেশ সুপ্রীম পার্টির একতারা প্রতীকে তৌহিদুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির আম প্রতীকে তারিকূল ইসলাম এবং ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রবিন।

সারাবাংলা/কেআইএফ/ইআ

নাগরিক অধিকার ভোট গ্রহণ রাজধানী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর