সৌদিতে ১৫১ বাংলাদেশি নিয়ে বিমানের জরুরি অবতরণ
২২ মে ২০১৮ ০৯:২৫ | আপডেট: ২২ মে ২০১৮ ১০:৩৩
।। সৌদি আরব থেকে ।।
মদিনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সৌদি এয়ারলাইন্সের একটি বিমান যান্ত্রিক ক্রটির কারণে জেদ্দা বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বিমানটিতে ১৫১ জন বাংলাদেশি যাত্রী ছিল।
সৌদি এয়ারলাইন্সের অফিসিয়াল টুইটে জানানো হয়, উড্ডয়নের পর স্থানীয় সময় রাত ৮টার দিকে যাত্রিক ত্রুটি দেখা দিলে জেদ্দার বাদশাহ আব্দুল আজিজ বিমানবন্দরে সৌদি এয়ারবাস এ-৩৩০-২০০ বিমানটি অবতরণ করে।
আরব নিউজ জানায়, বিমানটি রানওয়েতে অবতরণের অনুমতি না পাওয়ায় কয়েক ঘণ্টা ধরে জেদ্দার আকাশে ঘোরাঘুরি করে এবং অবশেষে স্থানীয় সময় রাত ১০টায় রানওয়ে ‘৩৪আর’ এ অবতরণ করে।
এ ঘটনায় বিমানটির সামান্য ক্ষতি হলেও, যাত্রীদের বিমান থেকে দ্রুত নামিয়ে আনা সম্ভব হয়েছে এবং তারা নিরাপদে আছেন।
সারাবাংলা/এমএইচ/আইএ
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook